মেহেরপুরে শহীদ শেখ রাসেল এর জন্মদিন পালিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে শেখ রাসেল জন্মবার্ষিকী -২০২২ উদযাপন উপলক্ষে বণাঢ্য র্যালি,সেমিনার,চিত্রাঙ্কন, কুইজ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, বর্ণাঢ্য র্যালি , সেমিনার ও গাংনী উপজেলা শ্ক্ষিা অফিসের আয়োজনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার মধ্য দিয়ে জন্মদিন পলিত হয়েছে।
শেখ রাসেল এর জন্ম দিবস উপলক্ষে চিত্রাঙ্কন ,কুইজ ও রচনা প্রতিযোগিতা মাধ্যমিক শিক্ষা ও প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ বাস্তবায়নে ট্রেনিং রুমে অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ৯ টার সময় গাংনী উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী খানমের সভাপতিত্বে সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, গাংনী পৌর সভার মেয়র আহম্মেদ আলী, মেহেরপুর-২ গাংনী আসনের সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী থানার ওসি তদন্ত মনোজ কুমার নন্দী প্রমুখ।
গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসারের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী ফয়সাল আহম্দে, গাংনী প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) শাহজাহান রেজা, গাংনী সহকারী উপজেলা শিক্ষা অফিসার সামসুজ্জোহা, ফয়সাল বিন হাসান, উপজেলা মৎস্য অফিসার খোন্দকার সহিদুর রহমান, উপজেলা সমবায় অফিসার মাহবুবুল হক মন্টু,আনসার ভিডিপি াফিসার শাওন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর হাবিবুল বাসার উক্ত প্রতিযোগিতার আহবায়ক ছিলেন। জন্মদিন পালনে উপ কমিটির সদস্য হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান রেজা (ভারপ্রাপ্ত), সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সামসুজ্জোহা, মো.ওবাইদুল্লাহ,আশরাফুজ্জামান প্রমুখ। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক প্যানেলে ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শাহজাহান রেজা (ভারপ্রাপ্ত), উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের টেকনিক্যাল সুপারভাইজার আব্দুল্লাহ আল মাসুম ।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। শেখ রােেসলের জন্মদিনের আয়োজনে ক্লাস ভিত্তিক ক্যাটাগরীতে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১ম শ্রেনী থেকে ৪র্থ শ্রেণি পর্যন্ত ‘ক’ গ্রুপ, ৫ম শ্রেনি থেকে ৭ম শ্রেণি পর্যন্ত ‘খ’ এবং ৮ম শ্রেনি থেকে ১০ম শ্রেনি পর্যন্ত ‘গ’ গ্রুপ মোট ৩ টি গ্রুপ করা হয়। প্রতিযোগিতা শেষে ১ম,২য় ও ৩য় স্থান বিজয়ীদের মাঝে পুরস্কার দেয়া হয়।