মেহেরপুরে শিক্ষক সমিতির কার্যালয় দখলমুক্ত করাকে কেন্দ্র করে সংঘর্ষে নারীশিক্ষকসহ ১০জন আহত : শিক্ষকদের সড়ক অবরোধ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় দখল কেন্দ্র করে শিক্ষকদের সাথে জমির মালিক দাবীকারী পক্ষের লোকজনের সংঘর্ষে নারীশিক্ষকসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামে (সমিতির অফিসের সামনে)এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে সোহেলী খাতুন (২৮) ও সুমাইয়া খাতুন (২৫) নামের দুজনকে মুমূর্ষ অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এছাড়াও গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফজাল হোসেন (৬০), হিজলবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলমগীর হোসেন মিঠু।
অপরদিকে জমি দাবীকারী পক্ষের আহতদের মধ্যে নিজাম উদ্দীন (৪০), মিজানুর রহমান (২৮), মোজাম হোসেন (৩৫), হাবিবা খাতুনকে (৩৫) গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, মেহেরপুর-কুষ্টিয়া প্রধান সড়কের গাংনী পৌর এলাকার বাঁশবাড়ীয়া গ্রামে (পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতির অফিসের সামনে)গাংনী উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয় রয়েছে।সমিতির স্থাপন কাল ১৯৮৬ ইং। ক্রয় সূত্রে শিক্ষক সমিতির জমির মালিকানা দখলে রয়েছে প্রায় ৪০ বছর।
সাম্প্রতিক সময়ে বাঁশবাড়ীয়া গ্রামের কুতুব উদ্দীন ও নিজাম উদ্দীন গং জমির মালিকানা দাবি করে সেখানে অস্থায়ী টিনের ঘর নির্মাণ করে বসবাস শুরু করে। বৈধ কাগজপত্র দেখালেও শিক্ষকদের সাথে অসদাচরণ করে অবৈধভাবে ঘর নির্মাণ করে বসবাস করতে শুরু করে। এর জের ধরে দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।
মঙ্গলবার সকাল ১০টার দিকে সমিতিভূক্ত মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকশ শিক্ষক-কর্মচারী জড়ো হয়ে সেখানে অবৈধ বসবাসকারীদের অস্থায়ী টিনের ছাউনি অপসারন করতে গেলে কথা কাটাকাটির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের অন্তত ঃ ১০ জন আহত হন। এসময় শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সদস্যরা বিচারের দাবিতে প্রায় ২০ মিনিটকাল মেহেরপুর কুষ্টিয়া সড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য শিক্ষক প্রতিনিধিদের অনুরোধ জানালে রাস্তার উপর অবস্থান কর্মসূচি স্থগিত করেন। এসময় শিক্ষক কর্মচারী সমিতির সেক্রেটারী মনিরুজ্জামান মনি মাষ্টার প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শিক্ষকদের উপর হামলা ও রক্তাক্ত জখমকারীদের অবিলম্বে গ্রেফতার করতে হবে এবং আইনানুগ ব্যবস্থা নিতে হবে।
খবর পেয়ে গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী ও গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এদিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে থানায় উভয় পক্ষকে নিয়ে আলোচনায় বসতে সিদ্ধান্ত হয়েছে।
গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান, গাংনী পৌর মেয়র ও গাংনী থানার ওসি উভয় পক্ষের প্রতিনিধিদের নিয়ে জমিজমার কাগজপত্র পর্যালোচনা করে বিষয়টির মিমাংসা করবেন বলে জানা গেছে।