মেহেরপুরে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৩ তম ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার বিকাল সাড়ে ৩ টার সময় জেলা আওয়ামীলীগের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জন প্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সভাপতিত্বে জুমের মাধ্যমে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় অন্যদেও মধ্যে মেহেরপুর জেলঅ পরিষদেও চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম, মেহেরপুর -২ গাংনী আসনের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক, সহ সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড. ইয়ারুল ইসলাম, আব্দুল মান্নান, যুগ্ন সাধারন সম্পাদক এ্যাড, ইব্যাহীম শাহীন, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোমিনুল ইসলাম, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আবুল হাশেমসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগ, কৃষকলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শহর আওয়ামীলীগের সভাপতি ইকবাল হোসেন বুলবুল, জেলা কৃষকলীগের সভাপতি মাহাবুব আলম শান্তি, সদর উপজেলা যুবলীগের সভাপতি আণোয়ার হোসেন আনু, গাংনী উপজেলা যুবলীগের সভাপতি মোশারফ হোসেন, জেলা মহিলা যুবলীগের সভাপতি সামিউন বাসিরা পলি, জেলঅ ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন প্রমুখ। অন্যদিকে গাংনী উপজেলা ও পৌর এবং ডিগ্রী কলেজ ছাত্রলীগের উদ্যোগে আনন্দ র্যালি করা হয়েছে।
অনুষ্ঠানে অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।