ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মেহেরপুরে সরিষা চাষ বেড়েছে

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে ভোজ্যতেলের দাম বৃদ্ধির কারনে সরিষা চাষ বেড়েছে। চলতি বছর সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে। জেলার বাঁশবাড়ীয়া,গাড়াডোব,মদনাডাঙ্গা,গোপালপুর,কালীগাংনী,দিঘীরপাড়া,উজলপুর, সহগলপুর,ধর্মচাকী , চেংগাড়া , মহেশপুর, ব্রজপুর, রামনগর ও সাহারবাটি, রংমহল, খাসমহল, ধলা, তেঁতুলবাড়ীয়া মাঠের পর মাঠ সরিষার ক্ষেতগুলো চোখে পড়ার মতো।
উদ্ভীদ বিজ্ঞানীদের তথ্যমতে ‘ধানের ফলন বৃদ্ধি পায় বাতাসের দোলায়, কুমড়ার ফলন বৃদ্ধি পায় ফুলে ফুলে স্পর্শে। সরিষার ফুলে মৌমাছি মধু আহরণকালে মাছির স্পর্শে পরাগায়ন বৃদ্ধি পায়’। ইতোমধ্যে মৌয়ালরা মধু সংগ্রহে ব্যস্ত হয়ে পড়েছে।ফলন ভাল হওয়ার আসায় খুশি উপজেলার কৃষকরা। দেশে ভোজ্য তেলের অব্যাহত মূল্য বৃদ্ধি, চাহিদা, ধানের উৎপাদন খরচের চেয়ে বাজার দর কম, তাই ভোজ্য তেলের দাম বেশী হওয়ায় এবং সরিষার চাষে খরচ কম হওয়ায় এখানকার কৃষকরা সরিষা চাষে ঝুঁকে পড়েছে। মাঠজুড়ে সরিষার হলুদ ফুলের বিছানা যেন পথচারী এবং প্রকৃতিপ্রেমীদের মন ছুয়ে যায়।
পীরতলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাদি জানান,অন্যান্য বছরের তুলনায় এবছর সরিষার চাষ বেশি হওয়ায় কৃষকরা সরিষার বাম্পার ফলনের আশা করছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবার এখানে লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুন বেশি জমিতে সরিষার আবাদ করা হয়েছে।

রংমহল, খাসমহল গ্রামের কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, ধানচাষের ক্ষেত্রে হালচাষ, লেবার, ডিজেল, বিদ্যুৎ, সার এবং কীটনাশকের দাম বৃদ্ধি পেয়েছে। আবার উৎপাদিত ধানের বাজার দরও সরিষার চেয়ে কম। ফলে ধানচাষের চেয়ে সরিষা চাষ লাভজনক বলে মনে হয়েছে। সরিষা চাষে কম খরচ এবং বাজারে সরিষার মূল্য বৃদ্ধি পাওয়ায় কৃষকরা সরিষার চাষকে লাভজনক মনে করছে। যার ফলে শেষ ভরসা হিসেবে সরিষার আবাদে ঝুঁকে পড়ছেন।

গাংনী উপজেলা কৃষি কর্মকর্তা লাভলী খাতুন জানান, এবছর কৃষকদের সরিষাচাষে উদ্বুদ্ধ করতে সরকারীভাবে সরিষা বীজ প্রদর্শনী,প্রণোদনা হিসাবে হাইব্রিড জাতের বীজ ও সার বিতরণ করা হয়েছে। চলতি বছরে ১৪শ ৫০ হেক্টর জমিতে সরিষা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু এ উপজেলায় লক্ষ্যমাত্রার চাইতে বেশি ১৫শ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
মেহেরপুর কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জানান, মেহেরপুর জেলায় সরিষা চাষ ব্যাপক বেড়েছে। জেলায় এবছর ২৬ শ’ হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। অনুকূল আবহাওয়া থাকায় বেশ ভাল ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।অনেকেই ধানের জমিতে ধান কাটার আগেই সরিষার চাষ করেছে। সরিষা ক্ষেত উঠার পরপরই সেই জমিতে পূণরায় ধান রোপন করা হবে।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |