ঢাকা, শুক্রবার, ৮ই ডিসেম্বর ২০২৩ ইং | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে সাংবাদিকদের সাথে এমএএস ইমনের মতবিনিময় সভা

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ঘোষনা করে ‘মেহেরপুরের রাজনীতি ও আমার ভাবনা ’ নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছেন সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এম এ এস ইমন। শনিবার দুপুরে মেহেরপুর জেলা শহরের একটি রেস্টুরেন্টে (লা-ভোগ) আয়োজিত মতবিনিময় সভায় তিনি বক্তব্য রাখেন।
প্রথমেই তিনি নিজের পরিচয় তুলে ধরেন। এম এ এস ইমন মেহেরপুর জেলা আওয়ামীলীগের শিক্ষা ও কেন্দ্রীয় আওয়ামীলীগের মানব সম্পদ বিষয়ক সম্পাদক ও কেন্দ্রীয় আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য।
মত বিনিময় কালে তিনি বলেন, মেহেরপুওে মাটি উর্বর। সেখানে বছরে ৪ টি ফসল উৎপাদন ককরা হয়। এখানে মানুষের ভাত কাপড়ের অভাব নেই। মেহেরপুর সব থেকে বড় সমস্যা বেকারত্ব-কর্মসংস্থানের। কারন এখানে শিল্প কলকারখানা নেই। ব্যবসা বাণিজ্যের প্রসার নেই। আরও একটি বড় সমস্যা সেটি হলো সেটি হলো শিক্ষার মান ভাল না। এমনকি এখানে ভাল মানের শিক্ষা প্রতিষ্ঠানও নেই্। অনেকে গ্রাজুয়েশন নিয়ে চাকরির কমপিটিশনে গিয়ে টিকতে পারছেন না। আমার ইচ্ছা এ দুটি বিষয়ে গুরুত্ব দেয়া। বেকার সমস্যার সমাধান করতে পারলে যে সকল ছোট ছোট সমস্যা রয়েছে সেগুলো সমাধান করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, বেকার সমস্যা সমাধানের জন্য আমি মনে করেছিলাম মেহেরপুর একটি স্থল বন্দর প্রতিষ্ঠা হওয়া দরকার। সে লক্ষ্যে মেহেরপুরের মানুষের সাথে নিয়ে দীর্ঘদিন যাবৎ স্থল বন্দর আন্দোলন করেছি। সরকার বিষয়টিকে গুরুত্ব দিয়ে গেজেট প্রকাশ করেছে । আমি আশা করেছিলাম স্থল বন্দর প্রতিষ্ঠা হয়ে যাবে। কিন্তু কোন না কোন ঘাটতির কারনে সেটিও অদ্যাবধি পাইনি।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আওয়ামীলীগ একটি বৃহৎ রাজনৈতিক দল। এখানে নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে। গ্রæপিং থাকতেই পারে। জননেত্রী শেখ হাসিনার কাছে মনোনয়ন চাইতেই পারে। তবে মেহেরপুরের মানুষের সাথে কথা বলে তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দেও সাথে কথা বলে জেনেছি সকলেই পরিবর্তন চাই। তিনি আরও বলেন, আমি যদি সুযোগ পাি তাহলে বাল্য নিয়ে , ভিক্ষুকমুক্ত , মুজিবনগর ভিত্তিক পর্যটন নগরীসগ মাদক নির্মূলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহন করবো।
মতবিনিময় অনুষ্ঠানে মেহেরপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি তোজাম্মেল হোসেন, সাধারন সম্পাদক মাহবুব চান্দ, সাবেক সাধারন সম্পাদক ইয়াদুল মোমিন, মেহেরপুর প্রেস ক্লাবের সভাপতি ফারুক হোসেন, সাবেক সভাপতি আলামিন হোসেন, সাবেক সাধারন সম্পাদক রফিকুল আলম, গাংনী উপজেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা অংশ নেন।

You must be Logged in to post comment.

রুহিয়ায়  ইয়াবা সহ গ্ৰেফতার ১     |     মেহেরপুর-২ গাংনী আসনের এমপি সাহিদুজ্জামান খোকনের সম্পদ বেড়েছে কয়েক গুন     |     মেহেরপুরে সরকারীভাবে ধান চাল সংগ্রহ অভিযানের শুভ উদ্বোধন     |     ফুলবাড়ীতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন     |     গাংনীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     আটোয়ারীতে পরিবার কল্যাণ সেবা সপ্তাহ উপলক্ষে এ্যাডভোকেসি সভা     |     দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয় আমাদের একমাত্র লক্ষ্য নয়। আমাদের রাজনৈতিক যুদ্ধেও বিজয় অর্জন করতে হবে। –নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি।     |     ফুলবাড়ীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা।     |     পাঁচ বছরে রাঙ্গার নগদ অর্থ বেড়েছে ১৪ গুন     |     মেহেরপুরের রাজনগরে বিদ্যুৎস্পৃষ্টে বৈদ্যুতিক মিস্ত্রী নিহত     |