মেহেরপুরে হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অর্থায়নে আসন্ন পবিত্র হজ্ব গমনকারী সরকারী ও বেসরকারী ব্যবস্থাপনায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে মেহেরপুর জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ্ব যাত্রীদেও প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম দিনব্যাপী প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এজে এম মিরাজুম মুনিরএর সভাপতিত্বে প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা পরিষদেও চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম, সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী, অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ, অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। স্বাগ বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মুনির।
এ বছর মেহেরপুর জেলা থেকে ১২৭ জন পবিত্র হ্জ্ব পালন করবেন। এর মধ্যে সরকারী ব্যবস্থাপনায় ৯ জন এবং বেসরকারী ব্যবস্থাপনায় ১১৮ জন রয়েছেন।