মেহেরপুরে ১ম বিভাগ ভলিবল ক্রিকেট লীগে গাংনীর জোড়পুকুরিয়া বালিকা দল জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া সমিতির মেহেরপুর জেলা পর্যায়ে ৫১ তম বাংলাদেশ জাতীয় স্কুল , মাদ্রাসা ও কারিগরী শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় ভলিবল বালিকায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে অঞ্চল পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।
বুধবার মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ভলিবল বালিকার ফাইনাল খেলায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ২-০ সেটে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন মহাজনপুর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে। একই সাথে জোড়পুকুরিয়া মাধ্যমিক বালিকা ক্রিকেট এবং বালক ক্রিকেটেও জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গেীরব অর্জন করে।
জেলা পর্যায়ে বিভিন্ন খেলায় চ্যাম্পিয়ন হওয়ায় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাসান আল নূরানী খেলোয়াড়বৃন্দ ,ক্রীড়া শিক্ষক সহ সকলকে অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন।