ঢাকা, মঙ্গলবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১১ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুরে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে ১৫ আগষ্ট বঙ্গবন্ধুর ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস-২০২৩ পালিত হয়েছে। মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে যথাযথঃ মর্যাদায় শোক দিবস পালিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও অর্ধনমিত রাখার মাধ্যমে এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পনের মধ্য দিয়ে জাতির পিতার প্রতি বিন¤্র শ্রদ্ধা জানানো হয়।
সকাল সাড়ে ৯ টার সময় শ্রদ্ধাঞ্জলি অর্পনের পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক শামীম হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও গাংনী উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাদির মিয়া, পুলিশ সুপার রাফিউল আলম, জেলা পরিষদের প্রশাসক ্ এ্যাড. আব্দুস সালাম, পৌর মেয়র মাহফুজুর রহমান রিটনসহ সরকারী কর্মকর্তাবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

একইভাবে নানা আয়োজনের মধ্য দিয়ে গাংনী উপজেলা প্রশাসন ও গাংনী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন স্থানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়।
দিবসটি উপলক্ষে আজ মঙ্গলবার সকাল ৮ টার সময় উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতার স্থপতি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ, চিত্রাঙ্কন রচনা প্রতিযোগিতা ও আলোচনা সভার মধ্যে দিয়ে গাংনীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
সেখানে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করে।
গাংনীতে উপজেলা প্রশাসন, বাংলাদেশ আওয়ামীলীগ ও বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন , শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দিবসটি উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে।
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ণ করে শ্রদ্ধার্ঘ নিবেদন করেন, গাংনী উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীম,গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ খালেক,উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, পৌর সভার মেয়র আহম্মেদ আলী, পুলিশ বিভাগের পক্ষ থেকে গাংনী থানা অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, যুবলীগের পক্ষে মোশাররফ হোসেন, গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয় এন্ড কলেজের পক্ষে প্রধান শিক্ষক আফজাল হোসেন,গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পক্ষে আশরাফুজ্জামান লালু, গাংনী উপজেলা প্রেসক্লাবের পক্ষে সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম।
এছাড়া আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, যুবলীগ,কৃষকলীগ , ছাত্রলীগ,সৈনিকলীগ, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সাংস্কৃতিক সংগঠন, পেশাজীবী সংগঠন,ইউনিয়ন পরিষদ ও শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে উপজেলা সম্মেলন কক্ষে আয়োজিত বঙ্গবন্ধুর জীবনের উপর আলোচনা সভায় ইউএনও সাজিয়া সিদ্দিকা সেতুর সভাপতিত্বে অলোচনা সভায় ব্ক্তব্য রাখেন, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, পৌর মেয়র আহম্মেদ আলী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যাক্তিত্ব সিরাজুল ইসলাম, এসি ল্যান্ড নাদির হোসেন শামীম,জাতীয় পার্র্টি জেপির জেলা সভাপতি আব্দুল হালিম, গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক প্রমুখ।
কর্মসূচির মধ্যে শিশুদের চিত্রাংকন ও বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অন্যদিকে গাংনী উপজেলা আওয়ামীলীগর উদ্যোগে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উদযাপন উপলক্ষে সকাল সাড়ে ৮ টার সময় গাংনী বাজার বাসস্ট্যান্ডে শহীদ রেজাউল চত্বরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু করেন। পরে শোকর‌্যালি সহকারে গাংনী উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পন করা হয়। মেহেরপুর -২ গাংনী আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক ছাত্রনেতা গাংনী উন্নয়নের রুপকার মোহাম্মদ সাহিদুজ্জামান খোকনের নেতৃত্বে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পৃথকভাবে গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান মুকুল পৃথক কর্মসূচি দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন করেন। এসময় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে গাংনী উপজেলা হাইস্কুল ও মাদ্রাসা প্রাঙ্গন এবং সেক্রেটারীর নিজ বাস ভবনের সামনে বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী তুলে ধরে আলোচনা সভা ও দোয়া মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

You must be Logged in to post comment.

ফুলবাড়ীতে পানিবন্দি আশ্রয়নের ১৬০ পরিবারের মাঝে চাল বিতরণ     |     ঠাকুরগাঁওয়ে তিনদলের নেতারা মিলে জলাবদ্ধতা নিরসনে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে সংবাদ সম্মেলন     |     ‘বঙ্গবন্ধুর প্রতি শিশুটির এ যেন এক নিষ্পাপ ভালোবাসা’     |     ঠাকুরগাঁওয়ে কিশোরীকে ২ মাস আটকে রেখে নির্যাতনের অভিযোগ পুলিশ কনস্টেবল আল-আমিন এর বিরুদ্ধে     |     উন্নয়নে বদলে গেছে নাগরপুর-দেলদুয়ারের জনপদ সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টি  সড়ক যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্য খাতে অভুতপূর্ব উন্নয়ন     |     যারা বাংলাদেশকে পাকিস্তান বানাতে চায় তাদের রুখতে হবে — সাতক্ষীরায় বাহাউদ্দিন নাছিম     |     গাংনীতে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্টের ফাইনাল বাঁশবাড়ীয়া রং পেন্সিল ফুটবল একাদশকে টাইব্রেকারে হারিয়ে শিশিরপাড়্া টাইগার ক্লাব চ্যাম্পিয়ন     |     স্মার্ট কর্নারই বাস্তবায়ন করবে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন -কবির বিন আনোয়ার     |     মেহেরপুরে র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমান অভিযানে ২ ব্যবসায়ীর জরিমানা     |     নদী একটি জীবন্ত সত্তা     |