মেহেরপুরে ২ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের শুভ উদ্বোধন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলায় দুটি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে। আজ ১৬ জানুয়ারি দেশের বিভিন্ন জেলা উপজেলার মোট ৫০ টি মসজিদের উদ্বোধন করা হয়। জেলা পর্যায়ে ১৪ কোটি এবং উপজেলা পর্যায়ে প্রায় সাড়ে ১২ কোটি টাকা ব্যয়ে এই মডেল মসজিদ নির্মিত হয়েছ্ ে। দ্বিতীয় পর্যায়ে ধর্ম মন্ত্রণালয়ের আওতায় ও অর্থায়নে গণপূর্ত বিভাগের তত্বাবধানে নির্মিত ৫৬৪ টি মসজিদের মধ্যে ৫০ টি মসজিদ ভাচ্যুয়ালি উদ্বোধন করেন প্রধান মন্ত্রী ও বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনা। মেহেরপুর জেলা পর্যায়ে উকিল বারের পাশে এবং গাংনী উপজেলা পরিষদ চত্বরে মসজিদ ২ টি নির্মিত হয়েছে।
শনিবার সকাল ১১ টার সময় গাংনী উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গাংনীর সকল শ্রেণি পেশার মানুষের উপস্থিতিতে মসজিদের উদ্বোধন করা হয়। শুভ উদ্বোধন অনুষ্ঠানে গাংনী মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সাধারন সম্পাদক ও উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহফুজুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোঃ মুজাহিদুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোখলেছুর রহমান মুকুল,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, মেহেরপুর জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, মেহেরপুর-২ গাংনী আসনের এমপি মহোদয়ের বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, জেলা কৃষকলীগের সাধারন সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, গাংনী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাষ্টার, জেলা জাতীয় পার্টি ( জেপি)এর জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল হালিম প্রমুখ।
উদ্বোধনের শুরুতেই ভিডিও প্রজেক্টরের মাধ্যমে মসজিদের সুবিধাগুলো বর্ণনা করা হয়েছে। শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে কমপক্ষে ৩ শতাধিক গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।