মেহেরপুর জেলা উন্নয়ন কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটি, ইনোভেশন , পরিবার পরিকল্পনা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার সকাল সাড়ে ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক শামীম হাসানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন , জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড,আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শামীম হোসেন,সিভিল সার্জন জওয়াহেরুল আনাম সিদ্দিকী, মেহেরপুরের মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক নীলা হাফিয়া,জেলা আনসার ভিডিপি কর্মকর্তা শাহাদাত হোসেন,জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ পরিচালক কাজী কাদের মোহাম্মদ ফজলে রাব্বি,জেল সুপার মনির হোসেন, য্বু উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক ফিরোজ আহমেদ,মেহেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজিব হাসান,গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু,মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার অনিমেষ বিশ্বাস,জেলা মৎস্য কর্মকর্তা রোকুনুজ্জামান প্রমুখ।
এছাড়াও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক শিরিন নাহার,ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এ জে এম সিরাজুম মুনির,ক্রীড়া অফিসার আরিফ আহমেদ প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভুপেষ রঞ্জন রায়, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেনসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
সভায় পর্যায়ক্রমে জেলা পরিবার পরিকল্প্না বিষয়ক সভা ও জেলা ইনোভেশন কমিটির সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মহোদয় বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম যথাযথভাবে সম্পন্ন করতে হবে। সকল অধিদপ্তরের কাজের মধ্যে সমন্বয় থাকতে হবে।
অনুষ্ঠানে অন্যান্য কর্মকর্তা রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।