মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যনিবাহী কমিটির সভা


মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাতে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে একাডেমির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়।
মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে কার্যনির্বাহী কমিটির সভায় অন্যদের মধ্যে সহ সভাপতি নুরুল ইসলাম, সাধারন সম্পাদক সাইদুর রহমান, সদস্য প্রফেসর হাসানুজ্জামান মালেক, ফৌজিয়া আফরোজ তুলি, রেজা আহমেদ, আব্দুল মুহিত, মিনারুল ইসলাম, নৃত্য প্রশিক্ষক সোহাগ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলাম জেলা র্শিপকলা একাডেমিতে এসে পৌছালে কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ নবাগত জেলা প্রশাসক মহোদয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করেন ও স্বাগত জানান। সভায় জেলার শিল্প সংস্কৃতির চর্চা ও বিকাশে প্রশিক্ষকদের ভূমিকার উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া বাঙ্গালী সংস্কৃতি ও জেলার বিশেষ সাংস্কৃতিক ঐতিহ্যকে সমুন্নত রাখতে শুদ্ধ সংস্কৃতি চর্চা ও পরিচর্যা করার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়।