মেহেরপুর জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি ; মেহেরপুরে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এম এ খালেক,অতিরিক্ত জেলা প্রশাসক লিউজা উল জান্নাহ, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মৃধা মোহাম্মদ মুজাহিদুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ পরিচালক ,আমদহ ইউপি চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, প্রমুখ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পর্যায়ের সার ও বীজ (ডিলার) ব্যবসায়ীবৃন্দ।