মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগেমেহেরপুর জেনারেল হাসপাতালে শিশু ও ডেঙ্গু আক্রান্ত রোগীদের মাঝে খাবার ও পোশাক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে শিশুদের মধ্যে পোশাক ও খাদ্য বিতরণ করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আরিফুল ইসলাম সোবহান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক বারিকুল ইসলাম লিজন, সহ সভাপতি সোয়েব রহমান,সদরউপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহŸায়ক সানোয়ার হোসেন, রাহিনুজ্জামান পলেন প্রমুখ। পরে মেহেরপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন শিশু ও ডেঙ্গু রোগীদের মাঝে পোশাক ফল ও খাবার বিতরণ করা হয়।
এর আগে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালের শিশু ওয়ার্ড বর্ণিল সাজে সজ্জিত করা হয়।