মেহেরপুর বাল্য বিবাহ প্রতিরোধে ঈমাম কাজী ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে রুপান্তর ও প্লান্ট ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাল্য বিাহ প্রতিরোধে ঈমাম, কাজী ও শিক্ষার্থীদের ভূমিকা শীর্ষক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে মেহেরপুর জেলা পরিষদ মিলনায়তনে মেহেরপুরের ঈমাম, কাজী ও শিক্ষার্থীদেও নিয়ে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচলক নীলা হাফিয়ার সভাপতিত্বে ওরিয়েন্টেশনে বক্তব্য রাখেন, মেহেরপুর জেলা পরিষদেও চেয়ার ম্যান এ্যাড, আব্দুস সালাম, সিভিল সার্জন ডা. জওয়াহেরুল আনাম সিদ্দিকী, জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান শামীম আরা হীরা, মেহেরপুর জেলা ঈমাম পরিষদেও সভাপতি মোহাম্মদ রোকুনুজ্জামান, জে রঅ কাজী সমিতির সভাপতি আবুল বাসার, রুপান্তরের প্রতিনিধি কাজী মফিজুর রহমান প্রমুখ।