ঢাকা, শুক্রবার, ৯ই জুন ২০২৩ ইং | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

মেহেরপুর বিশুদ্ধ যাত্রা উৎসবের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠিত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :“তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি’ শীর্ষক বিশুদ্ধ যাত্রা উৎসবের পুরস্কার ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে এই পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ সোমবার রাত সাড়ে ৮ টার সময় জেলা র্শিপকলা একাডেমির মিলনায়তনে যাত্রাশিল্পীদের পুরস্কার ও সনদ পত্র বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকারের জন প্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
জেলা প্রশাসক ও জেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোহাম্মদ আজিজুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মেহেরপুর পুলিশ সুপার রাফিউল আলম (পিপিএম বার), জেলা পরিষদের চেয়ারম্যান এ্যাড, আব্দুস সালাম,অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)লিংকন বিশ্বাস, ও জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও বিশিষ্ট যাত্রাভিনেতা সাইদুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক ও বিশিষ্ট যাত্রাভিনেতা সাইদুর রহমান, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ মেহেরপুর জেলা শাখার সভাপতি আব্দুর রাজ্জাক, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ মেহেরপুর জেলা শাখার সাধারন সম্পাদক মহিদুল ইসলাম মুহিত, বাংলাদেশ যাত্রাশিল্প উন্নয়ন পরিষদ মেহেরপুর জেলা শাখার আহবায়ক মুজিবনগরের জাহিদ হাসান রাজিব।
এছাড়াও সরকারী মহিলা কলেজের প্রফেসর রফিকুল ইসলাম, জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের প্রফেসর হাসানুজ্জামান মালেক,পিপি পল্লব ভট্টাচার্য,বিশিস্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সিরাজুল ইসলাম , এ্যাড, ইব্রাহিম শাহীন, ডা.আবুল বাসার, প্রফেসর নুরুল ইসলাম ,যাত্রা পরিচালক আলী রেজা বিচু, শ্বাশ্বত চক্রবর্তী নিপ্পন,নাট্য সংগঠক আমিরুল ইসলাম অল্ডাম প্রমুখ।
পরে তৃণমূল মানুষের জন্য শিল্প সংস্কৃতি শীর্ষক বিশুদ্ধ যাত্রা শিল্পীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়।

You must be Logged in to post comment.

মেহেরপুরে পুকুরে গোসল করতে গিয়ে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু     |     মেহেরপুরে বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং : বিদ্যুৎ খাতে সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল     |     ভোলায় জেলা পুলিশ ও কোস্টগার্ডের মধ্যকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত।     |     লালমনিরহাট পৌরসভার ২০২৩-২৪ অর্থ বছরের প্রাক-বাজেট আলোচনা সভা     |     মাদারীপুরে আগুনে পুড়েছে ৫ দোকান     |     টাঙ্গাইলে বিদ্যুৎ লাইনের খুঁটি স্থাপনে আইনজীবীর বাঁধা, ইউএনওর বরাবরে এলাকাবাসীর অভিযোগ     |     অসম্পূর্ণ তথ্য দিয়ে পরিবেশিত সংবাদ মানুষকে বিভ্রান্ত করে ………. সাতক্ষীরায় প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম     |     পার্বতীপুরে বর্জ্রপাতে দুই জনের মৃত্যু     |     চিলাহাটিতে বৃষ্টির জন্য ইস্তিকার নামাজ ও বিশেষ  দোয়া।      |     টাঙ্গাইলে জেনারেটর চালিয়ে পরীক্ষা দিল শিক্ষার্থীরা     |