মেহেরপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট কমিটির বিরুদ্ধে উভয়পক্ষের খেলোয়াড়দের মারপিটের অভিযোগ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গোভিপুর ভৈরব ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির বিরুদ্ধে দর্শকদের উস্কানী দিয়ে উভয়পক্ষের খেলোয়াড়দের মারপিটের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার বিকেলে চৌগাছা ইয়াং স্টার ক্লাব একাদশ বনাম ধলা ফুটবল একাদশের মধ্যে কোয়ার্টার ফাইনাল খেলার নির্ধারিত তারিখ ছিল ।
মঙ্গলবার বিকেলে গোভীপুর মাধ্যমিক ফুটবল মাঠে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায় চৌগাছা ই্য়াং স্টার ক্লাব ও একই উপজেলার ধলা ফুটবল একাদশের মধ্যে টান টান উত্তেজনা পূর্ণ খেলা চলছিল। ২০ মিনিটকাল খেলা দর্শকদের উপহার দেয়ার পর হঠাৎ কমিটির প্রচার মাইক থেকে সম্প্রচার হতে থাকে যে, গোভীপুরের লোকজন এখনও চুপচাপ দাড়িয়ে পাতানো খেলা দেখছে কেন!
এব্যাপারে চৌগাছা ইয়াং স্টার ক্লাবের টিম ম্যানেজার সাফায়ত হোসেন জানান, কমিটির এহেন উস্কানীতে দর্শক মাঠে ঢুকে পড়ে এবং উভয়দলের খেলোয়াড়দের উপর চড়াও হয় এবং বেধড়ক মারপিট করে। তিনি আরও বলেন, দর্শকদের ভুল তথ্য দিয়ে খেলা পন্ড করা হয়েছে। উভয়পক্ষই নামী দামি খেলোয়াড় সমন্বয়ে একাদশ গঠন করে সুন্দর খেলা উপহার দিচ্ছিল। মাইকে ঘোষনা দিয়ে খেলার মান ভাল না এবং কোন দলই ভাল খেলোয়াড় নিয়ে আসেনি বলে খেলোয়াড়দের উপর হামলা করে জখম করা হয়। উভয়দল টাকা পয়সা লেন দেনের মাধ্যমে পাতানো খেলা করছে এমন অভিযোগ তুলে খেলা পন্ড করে দেয়। তবে এরকম অভিযোগ অস্বীকার করে টিম ম্যানেজার সাফায়ত বলেন, আমরা অনেক টাকার বিনিময়ে ভাল খেলোয়াড় নিয়ে এসেছিলাম। আমার দলের খেলোয়াড় শামীম, দিপুসহ বেশ কয়েকজন আহত হয়েছে। অন্যদিকে ধলা ফুটবল একাদশের গোলকিপার রাজুকে বেধড়ক পিটিয়ে তার মোবাইল ফোন ও নগদ টাকা কেড়ে নেয়া হয়েছ্।ে
আরও জানা গেছে, গোভীপুর ভৈরব ক্লাব খেলার নামে প্রতিবছর টিকিট কেটে অর্থ বাণিজ্য করে থাকে। প্রতিটি দলকে বাধ্যতামূলক ভাল খেলোয়াড় নিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করা হয়ে থাকে। যে কারনে এবছর অনেক দল উক্ত খেলায় অংশগ্রহন করেনি।
বুড়িপোতা ইউপি চেয়ারম্যান শাহ জামান ও টুর্নামেন্ট কমিটির (খেলার) আহবায়ক আলী রেজা বিচু খেলার মাঠে হট্টগোল হওয়ায় দুঃখ প্রকাশ করেছেন। দুজন-ই জরুরী কাজের সুবাদে খেলার মাঠে অনুপস্থিত ছিলেন না। খেলার মাঠে কমিটির লোকজনের উস্কানীর কারনে হট্টগোল কাম্য নয় বলে গাংনী পৌর সভার প্যানেল মেয়র আছেলউদ্দীন জানান, একটা টিম পরিচালনা করে খেলায় অংশগ্রহণে অনেক অর্থ ব্যয় করা লাগে। সেকারনে কমিটির লোকজন একত্রে বসে আলাপ আলোচনা করে উভয় পক্ষকে নিয়ে আবার খেলা পরিচালনা করতে পরামর্শ দিয়েছেন।
এসময় অন্যদের মধ্যে ভৈরব ক্লাবের সেক্রেটারী পলাশ , সদস্য সেলিম রেজা, জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন । খেলা পরিচালনায় ছিলেন সুমন, তাকে সহযোগিতা করেন জাহাঙ্গীর হোসেন ও সোহেল ।
হাজার হাজার দর্শক খেলা উপভোগ করতে আসলেও কমিটি খেলা পন্ড করতে হট্টগোল শুরু করেছে বলে অভিযোগ উঠেছে ।