মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীর ২২ হাজার টাকা জরিমানা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে আমঝুপি ও চাদঁবিল বাজারে মেয়াদ উত্তীর্ণ পন্য, বিক্রয়ের মূল্যতালিকা না থাকা এবং রং লাগিয়ে সাদা চাল কে লাল চাল বলে বিক্রয়ের অভিযোনে ২ দোকান থেকে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের উপকন্ঠে আমঝুপি ও চাদবিল বাজারে এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে সদরের আমঝুপি ও চাদবিল বাজারে অভিযান চালান।
উপ পরিচালক সজল আহম্দে জানান, সদরের চাদবিল বাজারের মেসার্স আনারুল ট্রেডার্সে মূল্য তালিকা না টাঙ্গিয়ে এবং মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রি করর দায়ে জরিমানা করা হয়েছে। একই ভাবে আমঝুপি বাজারের মেসার্স আলমিজ ট্রেডার্সে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য তালিকা না থাকা ও সাদা চাল রং লাঙ্গিয়ে লাল চাল বলে বিক্রয় করার অপরাধে জরিমান করা হয়।
এ সময় ভ্রাম্যমান অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক সজল আহম্মেদ জেলা কৃষি বিপনন কর্মকর্তা আব্দুর রাজ্জাক ,স্যানিটারী ইন্সপেক্টর তারিকুল ইসলামসহ পুলিশ লাইনের পুলিশ সদস্যবৃন্দ অভিযানে সহযোগিতা করেন। এসময় সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।