মেহেরপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ভাই ভাই ড্রিংকিং ওয়াটার কোম্পানির জরিমানা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উদ্যোগে অভিযান চালিয়ে ভলভো কোম্পাসির সীল বানিয়ে ব্যাটারি পানি তৈলরী করার অভিযোগে মেসার্স ভাই ভাই ড্রিং কিং ওয়াটার কোম্পানির মালিক আহসান হাবিবের নিকট থেকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
বুধবার দুপুরের দিকে মেহেরপুর শহরের তাঁতিপাড়ায় এ অভিযান চালানো হয়। মেহেরপুর জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে শহরের তাঁতীপাড়ায় মেসার্স ভাই ভাই ড্রিং কিং ওয়াটার কোম্পানির কারখানায় অভিযান চালান।
এ সময় ঐ কারখানায় বৈধ কোন কাগজপত্র না থাকার পরেও যশোরের ভলভো কোম্পানির সীল মেরে ব্যাটারীর পানি তৈরী করার অভিযোগ প্রমাণিত হওয়ায় কারখানার মালিক আহসান হাবিবের নিকট থেকে ভোক্তা অধিকার আইনের ২০০৯ এর ৫০ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমান অভিযান পরিচালনাকারী সহকারী পরিচালক সজল আহম্মেদ বৈধ কাগজপত্র তৈরী না করা পর্যন্ত কারখানা বন্ধ রাখার নির্দেশনা দেন।