মেহেরপুর সদরে দুই সার ব্যবসায়ীর জরিমানা


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সদর উপজেলার তেরোঘরিয়া ও শোলমারী গ্রামে ২ সার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সারের দোকানে বেশী দামে সার বিক্রি করার অপরাধে ২ সার ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
আজ বুধবার দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ। এসময় সহযোগিতা করেন মেহেরপুর স্যানিটারী অফিসার মো. তারিকুল ইসলাম। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, বেশী দামে সার বিক্রয়, বিক্রয় রশিদ সংরক্ষণ না করা এবং মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রি করার অপরাধে তেরঘরিয়া গ্রামের মেসার্স আব্দুল আওয়াল ট্রেডার্সের মালিককে ৩ হাজার টাকা ও মেসার্স মামুন ট্রেডার্সের মালিককে ৪ হাজার টাকা জরিমান করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা করা হয়।
পরে মেয়াদ উত্তীর্ণ জব্দকৃত মালামাল ও কীটনাশক জনসম্মুখে বিনষ্ট করা হয়। এসময় জনসচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।