মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলামের পদত্যাগ


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে অংশগ্রহণ করার লক্ষ্যে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম তার পদ থেকে পদত্যাগ করলেন। তিনি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসাবেও দায়িত্ব পালন করছেন।
সোমবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তিনি পদত্যাগের জন্য আবেদনপত্র জমা দেন। অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড পাড়ার মৃত ফহিম উদ্দীনের ছেলে। অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম মেহেরপুর-১ সংসদীয় আসন থেকে এমপি প্রার্থী হিসাবে দীর্ঘদিন যাবত গণসংযোগ করে আসছেন।
অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে রাজনৈতিক জীবন শুরু করেন। তিনি মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি এবং মেহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দীর্ঘদিন দায়িত¦ পালন করেছেন।
২০১৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে মেহেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। পাশাপাশি মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছেন। অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক হিসাবে ছাত্র জীবন থেকেই রাজনীতি করছি। জেলা ছাত্রলীগের সভাপতি হিসেবে মেহেরপুরের ছাত্র সমাজকে নেতৃত্ব দিয়েছি। তিনি আরো বলেন, মেহেরপুর জেলার বিভিন্ন গ্রামে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন বার্তা পৌঁছে দিয়েছি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামীলীগ কাজ করে যাচ্ছে।
জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে মেহেরপুরের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সাথে নিয়ে মেহেরপুর-১ আসনের বিভিন্ন গ্রাম চষে বেড়াচ্ছি। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন চাইবো। মনোনয়ন পেলে তৃণমূলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে নির্বাচনী বৈরীতা পার করতে চাই। সেই সাথে মুজিবনগর খ্যাত মেহেরপুর-১ আসন জননেত্রী শেখ হাসিনাকে উপহার দিতে চাই।