মেহেরপুর সরকারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস শুরু


আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুর সরকারী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস এর উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে কলেজের মিলনায়তনে ওরিয়েন্টেশন ও নবাগত শিক্ষার্থীদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়।
একাদশ শ্রেণির ভর্তি উপ কমিটির আহবায়ক সহযোগী অধ্যাপক হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ প্রফেসর শফিউল ইসলাম সরদার। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নবাগত ছাত্র ছাত্রীদের বলেন, তোমরা ভালভাবে লেখাপড়া করবে। নিয়মিত কলেজে আসবে। গুরুজনদের সম্মান ও শ্রদ্ধা করবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলৈন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক আব্দুর রাজ্জাক, শিক্ষক পরিষদের সেক্রেটারী অধ্যাপক কাবিল উদ্দীন, সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ আল আমিন ধুমকেতু প্রমুখ।