মৌলভীবাজারে যাত্রাবাহী ট্রেনের ১১ বগি লাইনচ্যুত


মৌলভীবাজারে সাতগাঁও স্টেশনে যাত্রীবাহী আন্তনগর উপবন এক্সপ্রেস ট্রেনের ১১টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। গতকাল রাত ১টার দিকে শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শ্রীমঙ্গল ও শমশেরনগর স্টেশন সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাত একটায় ঢাকাগামী ৭৪০ নম্বর আন্তনগর উপবন এক্সপ্রেস সাতগাঁও স্টেশন অতিক্রম করার মেইন লাইনের ওপর এর ১১টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনার পর থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এর ফলে এ ট্রেনের সহস্রাধিক যাত্রী দুর্ভোগের শিকার হয়। এর ফলে শায়েস্তাগঞ্জসহ বিভিন্ন স্টেশনে সিলেটগামী আন্তনগর উপবন এক্সপ্রেস, উদয়ন এক্সপ্রেস, জালালাবাদ এক্সপ্রেস, সুরমা মেইল ও শমশেরনগরের বিভিন্ন স্টেশনে ঢাকাগামী সুরমা মেইল আটকা পড়েছে। এ অবস্থায় শুক্রবার সকাল ৯টা পর্যন্ত এ পথে টানা ৮ ঘণ্টা রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
এদিকে, ভোরে উদ্ধারকারী ১টি ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। বিকেলের মধ্যে রেলযোগাযোগ স্বাভাবিক হবে বলে জানায় রেলওয়ে কর্তৃপক্ষ।
এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘বিকট শব্দ, মনে হয় ভূমিকম্প হচ্ছে। এর দুই থেকে তিন মিনিট পরেই ট্রেনটি বন্ধ হয়ে যায়।’
আরেকজন বলেন, ‘ট্রেনের বগির খুবই খারাপ অবস্থা ছিলো, পড়ে যাবে এমন অবস্থা। ট্রেনের গেট কোনোভাবেই খোলা যাচ্ছিলো না।’
ঘটনাস্থলে কর্মরত রেলওয়ের এসএম (সিগন্যাল মেইনটেন্যান্স) বেলাল হোসেন বলেন, ‘১১ টা কোচ লাইচ্যুত হয়েছে। এখন আমার ধাপে ধাপে উদ্ধার কাজ সম্পন্ন করার জোর প্রচেষ্টা চালাবো আশা করি খুব দ্রুত রেল যোগাযোগ শুরু হবে।