ঢাকা, বুধবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

মৌসুমী হামিদ বোবা মেয়ে

বিনোদন: চলচ্চিত্রের পর এবার ছোট পর্দায় আসছে ‘কমলার বনবাস’। ঈদের জন্য নির্মাণ হচ্ছে ‘কমলার বনবাস’ শিরোনামের একটি টেলিছবি। এটিতে অভিনয় করছেন মৌসুমী হামিদ। আর এতেই তিনি বোবা একটি মেয়ের চরিত্রে অভিনয় করেছেন। এ টেলিছবিতে মৌসুমী ছাড়া আরো থাকছেন আফরান নিশো, মনিরা মিঠু, আহসান হাবিব নাসিম, ডলি জহুর ও জয়ন্ত চট্টোপাধ্যায়। এটি নির্মাণ করছেন নির্মাতা সুমন আনোয়ার।
টেলিছবিটি নিয়ে নির্মাতা জানান, ‘কমলার বনবাস’ জনপ্রিয় একটি চলচ্চিত্র। এই ছবির নামানুসারে আমি টেলিছবিটি নির্মাণ করছি। তবে এই টেলিছবিতে সেই চলচ্চিত্রের আবহ নেই। একদল সাদা মনের মানুষের গল্প এবং গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে এই টেলিছবি। এদিকে এই টেলিছবির মধ্য দিয়েই মৌসুমী হামিদ প্রথমবারের মতো অভিনয় করছেন। মৌসুমী বলেন, প্রথম এমন চরিত্রে অভিনয় করতে রাজি হইনি। নাটকে সব বাঘা বাঘা অভিনয়শিল্পী রয়েছেন। তারা ইমোশনাল সব সংলাপ বলবে। কিন্তু আমি কিছুই বলতে পারবো না। তাদের সামনে বোবা চরিত্রটি কতটুকু দর্শকরা নেবে সেটি বুঝতে পারিনি। কিন্তু শুটিং শুরু করার পর ধারণা পাল্টে গেছে।

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |