ঢাকা, বৃহস্পতিবার, ২৩শে মার্চ ২০২৩ ইং | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ম্যানচেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ

মঙ্গলবার ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে সেভিয়া। তাতে দ্বিতীয় ইংলিশ ক্লাব হিসেবে চ্যাম্পিয়নস লিগের এবারের আসর থেকে বিদায় নিতে হলো ম্যানচেস্টার জায়ান্টদের। এর আগে গত সপ্তাহে নক আউট পর্বের শুরুতেই ছিটকে পড়েছিল লিভারপুল।

নক আউট পর্বের প্রথম লেগটা দেখেছিল গোলশূন্য ড্র। ওল্ড ট্রাফোর্ডে ফিরতি লেগটাও নিষ্ফলা লড়াইয়ের দিকে হাঁটছিল। কিন্তু চার মিনিটের ব্যবধানে ম্যানচেস্টার ইউনাইটেডের স্বপ্নভঙ্গ। অঘটনের শিকার হয়ে উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল হোসে মরিনহোর দল।

ঘরের মাঠ ওল্ড ট্রাফোর্ডে ম্যাচের শুরু থেকেই ঘুমপাড়ানি ফুটবল খেলছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথম লেগের ন্যায় এ ম্যাচটাও এগুচ্ছিল গোলশূন্য ড্রয়ের দিকে। তাতে বাধ সাধলেন উইসাম বেন ইয়েডার। স্বাগতিক সমর্থকদের স্তব্ধ করে ৭৪ ও ৭৮ মিনিটে করেন দুই গোল। অথচ গোলমুখ খোলার মাত্র ৮৭ সেকেন্ড আগে বেঞ্চ থেকে উঠে এসেছিলেন ইয়েডার!

হ্যাটট্রিকের সুবর্ণ সুযোগও পেয়েছিলেন ‘বেনিবুট’ খ্যাত এ ফুটবলার। কিন্তু দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ম্যানইউর গোলরক্ষক ডেভিড ডি গিয়াকে একা পেয়েও গোল করতে পারেননি বেন ইয়েডার। তার শট ঠেকিয়ে দেন স্প্যানিশ গোলরক্ষক।

৮৪ মিনিটে রোমেলু লুকাকু সেভিয়াকে একটা গোল ফিরিয়ে দেন। তাতেই নড়েচড়ে বসেছিল ওল্ড ট্রাফোর্ডের গ্যালারি। আশায় ছিল দুর্দান্ত প্রত্যাবর্তনের। কারণ প্রতিযোগিতায় টিকে থাকতে আরো দুটি গোল দরকার ছিল ইউনাইটেডের। কিন্তু এদিন সেভিয়ার বিপক্ষে রূপকথার জন্ম দিতে পারেননি মরিনহোর ছাত্ররা।

ইউরোপের শীর্ষস্থানীয় প্রতিযোগিতায় ইংলিশ প্রিমিয়ার লিগের দল হিসেবে টিকিট পায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। গত মৌসুমের ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দল হিসেবে ইউরোপের বড় মঞ্চে ঠাঁই হয়েছিল মরিনহোর দলের। আক্ষেপ সুযোগটা কাজে লাগাতে পারল না ঐতিহ্যবাহী ইংলিশ ক্লাবটি। কৌশলে নেতিবাচক হওয়ার চরম মূল্য এদিন দিতে হলো তাদের।

You must be Logged in to post comment.

রমজানের পবিত্রতা রক্ষাসহ দ্রব্য মূল্যের উর্ধ্বগতি রোধ করার দাবীতে ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল     |     আটোয়ারীতে সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন     |     রংপুরে পাইলিং মেশিনের খুঁটি পড়ে শ্রমিকের মৃত্যু      |     ফুলবাড়ীতে গৃহবধু কে ধর্ষণের চেষ্টার অভিযোগে আটক এক     |     রানীশংকৈলের নবধারা বিদ্যানিকেতনে জমজ শিশুদের কলরব     |     ফুলবাড়ীতে নির্মাণাধীন বীর নিবাসের ছাদ ঢালাই উদ্বোধন।     |     ফুলবাড়ীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্বোধন।     |     বীরগঞ্জে নিম্নমানের সামগ্রী দিয়ে রিং পাইপ নির্মাণ     |     সহকারী জজ নিয়োগ পরীক্ষায় দেশ সেরা আশিক উজ জামানকে বোদায় সংবর্ধনা     |     গাংনীতে শিশু ধর্ষণ অপচেষ্টার অপরাধে থানায় মামলা। ২ জন আসামীর একজন পলাতক     |