ঢাকা, শুক্রবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৪ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

যথাযথ মর্যাদায় ঠাকুরগাঁওয়ে জাতীয় শোক দিবস পালিত

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহামানের ৪৮ তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ১০ টায় ঠাকুরগাঁও জেলা পরিষদ ডাক বাংলো চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সাবেক মন্ত্রি ও বর্তমান ঠাকুরগাঁও এক আসেনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। পরে পর্যায়ক্রমে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন, জেলা আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের বিভিন্ন নেতৃবন্দ।
এছাড়াও জেলার সরকারি বেসরকারি বিভিন্ন দফতরের কর্মকর্তা কর্মচারী ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বঙ্গবন্ধুকে স্মরণ ও শ্রদ্ধা নিবেদন করতে জেলা পরিষদ ডাকবাংলো মানুষে পরিপূর্ণ হয়ে উঠে। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধুর আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া করেন তারা।
দোয়া শেষে সাংবাদিকদেরকে দেওয়া এক সাক্ষাৎকারে ঠাকুরগাঁও এক আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন বলেন, জিয়াউর রহামান ও কিছু খারাপ লোক তাদের দলবল নিয়ে নিশংসভাবে স্বপরিবারে বঙ্গবন্ধুকে হত্যা করেন। এমন ঘৃণ্যতম হত্যাকান্ড পৃথিবীতে কোথাও হয় না বলে মন্তব্য করেন তিনি।
জেলা প্রশাসক মাহবুবুর রহামান বলেন, ‘জেলা প্রশাসনের আয়োজনেযথাযথ মর্যাদায় শোক দিবস পালিত হচ্ছে। নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর চেতনায় উজ্জীবিত করা চেষ্টা করা হচ্ছে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছেন তাদের সকলের বিচার যেন এই মাটিতেই হোক। যাতে আমাদের জীবনদশায় তাদের বিচার দেখতে পারি আমরা।,
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো বলেন, ‘আমাদের বিশ্বাস ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা দ্রুত স্মার্ট বাংলাদেশে রূপান্তরিত হবো। বঙ্গবন্ধুর যে স্বপ্ন, সে স্বপ্ন তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই বাস্তবায়িত হবে বলে মনে করেন তিনি।,
এছাড়াও উপজেলার প্রশাসনের পক্ষে থেকেও যথাযথ মর্যাদায় শোক দিবস পালিত হচ্ছে বলে জানান সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা।
পরে ঠাকুরগাঁও অডিটোরিয়াম হলে জেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর জীবনাদর্শের উপর এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
এসময় জেলা প্রশাসক মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক মন্ত্রী ও ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, সদর উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. অরুনাংশু দত্ত টিটো, বীর মুক্তিযোদ্ধা বদরুদ্দোজা বদর, প্রেসক্লাবের সভাপতি মনসুর আলী সহ অনেকে। বঙ্গবন্ধুর স্মরণে তারা ১ মিনিট নিরবতা পালন করেন ও নতুন প্রজন্ম সহ উপস্থিত সকলের কাছে বঙ্গবন্ধুর জীবনাদর্শ তুলে ধরেন তারা।
রবিউল এহ্সান রিপন

You must be Logged in to post comment.

মেহেরপুরে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ পেলেন যারা     |     ঝিনাইদহে কোরিয়ান ল্যাংগুয়েজ সেন্টারে শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত     |     ট্রাকের চাপায় ভ্যানচালকের মৃত্যু     |     পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবি     |     মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে হাসপাতালে খাবার ও পোশাক বিতরণ অনুষ্ঠিত     |     গাংনীতে পবিত্র ঈদ-ই- মিলাদুন্নবী (সাঃ)উপলক্ষে মহানবীর জীবনী ও কর্ম সম্পর্কিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত     |     পুলিশের অভিযানে হারানো মোবাইল ফোন ও টাকা মালিকদের হাতে ফেরত     |     আটোয়ারীতে ঈদে মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ     |     রুহিয়ায় কমিউনিটি ক্লিনিক এর উদ্বোধন      |     ফুলবাড়ীতে পানিতে ডুবে চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু     |