ঢাকা, সোমবার, ২০শে মার্চ ২০২৩ ইং | ৬ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

যমুনায় অবৈধভাবে মা ইলিশ শিকার, দুই জেলেকে জরিমানা

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:  প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধ কারেন্ট জাল দিয়ে টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ২ জেলেকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ২৫ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।এর আগে বুধবার (১৮ অক্টোবর) রাতে উপজেলার যমুনার নিকরাইল ও গাবসারা  নদী এলাকায় মা ইলিশ নিধন রোধে অভিযান চালায় উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় ও গোবিন্দাসীর ভূঞাপুর নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে যৌথ অভিযানে মা ইলিশসহ বিভিন্ন এলাকার ২ জেলেকে আটক এবং ২৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।

অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন, ঘাটাইল উপজেলার Av‡bnjv ইউনিয়নের যদুরপাড়া গ্রামের মৃত ইব্রাহিমের  ছেলে জহির উদ্দিন ও কালিহাতী উপজেলার কালিয়া গ্রামের শাহীনের ছেলে মো. টুটুল। তাদের প্রত্যেকটি ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার অর্থদণ্ড ও অভিযানকালে অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়। উপজেলা মৎস্য কার্যালয়ের কর্মকর্তা সুদীপ ভট্টাচার্য এ বিষয়টি নিশ্চিত করেছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান বলেন, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে যমুনা নদীতে মা ইলিশ শিকার করায় ২ জেলেকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের ব্যবহত ২৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় দেওয়া হয়েছে। ২৮ অক্টোবর পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে।

You must be Logged in to post comment.

মেহেরপুরের বিভিন্ন ইটভাটার মালিকদের ৫০ হাজার টাকা জরিমানা     |     মেহেরপুর জেলার মাসিক উন্নয়ন সভা অনুষ্ঠিত     |     মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়ে থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২০     |     আটোয়ারীতে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকগনের ভূমিকা শীর্ষক আলোচনা ও সংবর্ধনা     |     মেহেরপুরে কবি নজরুল শিক্ষা মঞ্জিলের ফজিলাতুন নেছা একাডেমিক ভবন উদ্বোধন     |     ঝিকরগাছায় ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান : জরিমানা ও প্রতিষ্ঠান সীলগালা     |     ফুলবাড়ীতে দিনব্যাপী বিনামূল্যে স্বাস্থ্যসেবা কর্মসূচি     |     লালমনিরহাটে মহিলা ভাইস চেয়ারম্যানের মামলায় উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে     |     হাল না ছাড়া শেরপুরের সংগ্রামী মামুন এখন মেটা’র ইঞ্জিনিয়ার     |     মেহেরপুরের শ্যামপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে জনসভা     |