ঢাকা, বুধবার, ৬ই ডিসেম্বর ২০২৩ ইং | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুর অংশে সুনীল নামে এক জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। তিনি বাঘাইড়টি ৭৫ হাজার টাকা বিক্রি করেছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে যমুনা নদীর ভূঞাপুর অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুনীল মাঝি তার জালে ধরা পড়া ওই বাঘাইড় মাছটি শনিবার(৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে তোলা হয়।
বাজারে তোলামাত্র স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এসময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম-দর করতে থাকেন। পরে দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন।
ওই বাঘাইড় মাছটি জেলে বাজারে তোলার পরই গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার কিনে এক লাখ টাকা দাম হাকেন। পরে বাবলু হাওলাদার মাছটি ৭৫ হাজার টাকায় মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এছাড়া আরও ছোট-বড় বেশ কয়েকটি বাঘাইড় মাছ বাজারে তোলা হয়।
স্থানীয় আমিনুল ইসলামসহ অনেকে জানান, এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো দেখেননি। যমুনা নদী থেকে ধরা পড়া মাছটি গোবিন্দাসী বাজারে তোলা হলে ক্রেতাদের দাম কষাকষির একপর্যায়ে ৭৫ হাজার টাকা বিক্রি করা হয়।
জেলে সুনীল জানান, তিনি অন্য জেলেদের মত যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তারা কয়েকজন নদীতে জাল ফেলেন। রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি তার জালে ধরা পড়ে। এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো জালে ধরা পড়েনি।
এ বিষয়ে বাঘাইড় মাছটির ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকের ভিড় দেখে এগিয়ে গিয়ে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখে কিনতে ইচ্ছে হয়। এসময় অনেকেই মাছটির দর-দাম করছিল। বিক্রেতা লাখ টাকা চাইলে পরে একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইড়টি ৭৫ হাজার টাকা দিয়ে কিনে নেন।

You must be Logged in to post comment.

ঘাটাইলে বন বিভাগের জায়গা নিয়ে ব্যক্তি স্কুল কতৃপক্ষের দ্বন্দ     |     শৈলকুপায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী দুলাল বিশ্বাস      |     মেহেরপুরে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত     |     গাংনীতে ফুটবল খেলতে গিয়ে কলেজ ছাত্রের মৃত্যু     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     বিরলে টিএমএসএস এর উদ্যোগে প্রান্তিক চাষীদের মাঝে ভুট্টার বীজ বিতরণ।     |     মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তরের মহাপরিচালক হলেন বীরগঞ্জের মমতাজ উদ্দিন     |     রংপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে স্বতন্ত্র প্রার্থীকে শোকজ     |     রংপুরের ৬ আসনে ১০ জনের মনোনয়ন বাতিল     |     গাংনীতে ডেঙ্গুসহ অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রম উপলক্ষে র‌্যালি     |