ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যমুনায় ধরা পড়ল ৫৫ কেজির বাঘাইড়

মো:হাসিবুর রহমান শান্ত,ভূঞাপুর(টাঙ্গাইল)প্রতিনিধি:যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুর অংশে সুনীল নামে এক জেলের জালে ৫৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। তিনি বাঘাইড়টি ৭৫ হাজার টাকা বিক্রি করেছেন। শুক্রবার (৩ ফেব্রুয়ারি) রাতে যমুনা নদীর ভূঞাপুর অংশ থেকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সুনীল মাঝি তার জালে ধরা পড়া ওই বাঘাইড় মাছটি শনিবার(৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার গোবিন্দাসী বাজারে তোলা হয়।
বাজারে তোলামাত্র স্থানীয় উৎসুক জনতা মাছটি এক নজর দেখতে ভিড় জমায়। এসময় মাছটি কেনার জন্য অনেক ক্রেতা দাম-দর করতে থাকেন। পরে দুপুরের দিকে মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ী বাঘাইড়টি ৭৫ হাজার টাকায় কিনে নেন।
ওই বাঘাইড় মাছটি জেলে বাজারে তোলার পরই গোবিন্দাসী বাজারের মাছ ব্যবসায়ী বাবলু হাওলাদার কিনে এক লাখ টাকা দাম হাকেন। পরে বাবলু হাওলাদার মাছটি ৭৫ হাজার টাকায় মধুপুরের সাগর নামে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন। এছাড়া আরও ছোট-বড় বেশ কয়েকটি বাঘাইড় মাছ বাজারে তোলা হয়।
স্থানীয় আমিনুল ইসলামসহ অনেকে জানান, এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো দেখেননি। যমুনা নদী থেকে ধরা পড়া মাছটি গোবিন্দাসী বাজারে তোলা হলে ক্রেতাদের দাম কষাকষির একপর্যায়ে ৭৫ হাজার টাকা বিক্রি করা হয়।
জেলে সুনীল জানান, তিনি অন্য জেলেদের মত যমুনা নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে থাকেন। প্রতিদিনের ন্যায় শুক্রবার রাতে তারা কয়েকজন নদীতে জাল ফেলেন। রাতের শেষ ভাগে বাঘাইড় মাছটি তার জালে ধরা পড়ে। এত বড় বাঘাইড় মাছ এরআগে কখনো জালে ধরা পড়েনি।
এ বিষয়ে বাঘাইড় মাছটির ক্রেতা সাগর জানান, গোবিন্দাসী মাছ বাজারে অনেক লোকের ভিড় দেখে এগিয়ে গিয়ে বিশাল আকৃতির বাঘাইড় মাছটি দেখে কিনতে ইচ্ছে হয়। এসময় অনেকেই মাছটির দর-দাম করছিল। বিক্রেতা লাখ টাকা চাইলে পরে একপর্যায়ে ৫৫ কেজি ওজনের বাঘাইড়টি ৭৫ হাজার টাকা দিয়ে কিনে নেন।

You must be Logged in to post comment.

প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |     অসম্প্রদায়িক বাংলাদেশ তথা সোনার বাংলা গড়ার প্রশ্নে যে কোন অপশক্তিকে প্রতিহত করা হবে। মুজিবনগর দিবসে এই হোক অঙ্গীকার -কাজী জাফর উল্লাহ     |     বগুড়ার শেরপুরে প্রানিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন     |     আটোয়ারী উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত     |