যশোরের খড়কী মাদক বিক্রি নিষেধ, মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা


যশোর অফিস: মাদক বিক্রি করতে বাধা নিষেধ করায় চিহ্নিত মাদক বিক্রেতারা চায়ের দোকান্দার রফিক শেখকে ডেকে নিয়ে মারপিট পূর্বক নগদ টাকা লুটসহ বাড়ি ঘর ভাংচুরের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীরা হচ্ছে, যশোর শহরের খড়কী কলাবাগান পাড়ার ফায়েকের ছেলে রমজান,সাগর,মৃত নাজিরের ছেলে মোহন আলী ও মজু মিয়ার ছেলে কাশেমসহ অজ্ঞাতনামা ২/৩জন।
শহরের খড়কী পীরবাড়ির গোলাম নবী শেখের ছেলে রফিক মোল্যা বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীরা পীর বাড়ির রফিক শেখের চায়ের দোকানের সামনে মাদক বিক্রি করায় তাদেরকে বাধা নিষেধ করে। এতে ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার গভীর রাত সোয়া ১ টায় উল্লেখিত আসামী ও তাদের অজ্ঞাতনামা সহযোগীরা রফিক শেখের বাড়ির সামনে এসে তার নাম ধরে ডাকাডাকি করে। রফিক শেখ বাইরে বের হওয়ার সাথে সাথে আসামীরা তার উপর আক্রমন চালিয়ে এলোপাতাড়ীভাবে মারপিট করার এক পর্যায় ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে ভাংচুরের এক পর্যায় নগদ ১০ হাজার ৫শ’ টাকা ও ৪ হাজার মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নেয়। স্বামীকে রক্ষা করতে স্ত্রী হাসিনা বেগম এলে তাকে মারপিট করে শ্লীলতাহানী ঘটায়। স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।