যশোরের চৌগাছায় চাকুরীজীবী, স্কুলছাত্রীর আত্মহত্যা

যশোর প্রতিনিধি:যশোরের চৌগাছায় টিপু সুলতান (৩০) নামে একটি বাড়ি একটি খামার প্রকল্পের মাঠ সহকারী আত্মহত্যা করেছেন। একই দিনে সীমা খাতুন (১৬) নামে এক স্কুলছাত্রীও আত্মহত্যার পথ বেছে নেয়।নিহতের সহকর্মী আব্দুস সালাম জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় পারিবারিক কলহের কারণে টিপু সুলতান ঘাস নিধনের ওষুধ (পাউডার) খান। পরিবারের সদস্যরা টের পেয়ে দ্রুত তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত একটার দিকে তিনি মারা যান। নিহত টিপু সুলতান উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বর্ণি গ্রামের সাবেক ইউপি সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাঈনুদ্দিন মেম্বারের ছেলে। তিনি উপজেলার একটি বাড়ি একটি খামার প্রকল্প ও পল্লী সঞ্চয় ব্যাংকের সুখপুকুরিয়া ইউনিয়নের মাঠ সহকারী ছিলেন।এদিকে, একই দিন উপজেলার স্বরুপদাহ মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সীমা খাতুন লিজা (১৬) পারিবারিক কলহের কারণে ঘাস নিধনের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাকে প্রথমে চৌগাছা হাসপাতাল, পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অস্থায় গভীর রাতে সীমা মারা যায়। সে স্বরুপদাহ গ্রামের রওশন আলীর মেয়ে।বাবা রওশন আলী জানান, বড় বোনের সঙ্গে জুতা নিয়ে কথা কাটাকাটির জের ধরে সীমা কীটনাশক পান করে আত্মহত্যা করে। সীমা তার চার মেয়ের মধ্যে মেজ। ময়না তদন্ত শেষে শুক্রবার দুপুরে উভয়ের মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কোতয়ালি থানায় পৃথক দুটি অপমৃত্যু মামলা হয়েছে।