যশোরের ঝিকরগার্ছার হজরতের চিকিৎসায় সাহায্য প্রার্থনা

যশোর অফিস: একদিকে সংসার চালানো অন্যদিকে চিকিৎসার ব্যয়ভার মেটানো বোঝা হয়ে দাঁড়িয়েছে যশোরের ঝিকরগাছার বড়কুলি গ্রামের হত দরিদ্র হজরত আলীর (৪২)। তিনি কায়েমকোলা বাজারে চুল কেটে জীবিকা নির্বাহ করেন। স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে তাই এখন মহা দুশ্চিন্তায় তিনি। বড় ছেলে নবম শ্রেনীতে পড়াশুনা করে। তার পড়াশুনাও টাকার অভাবে বন্ধ হওয়ার পথে। ছোট ছেলের বয়স তিন বছর।হজরত আলীর স্বজন তৌহিদ জামান জানান, হজরত আলী গত ২৮ ফেব্রুয়ারি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে যশোর শহরের কুইন্স হাসপাতালে নিয়ে আসলে পরীক্ষা নিরীক্ষার পর কিডনীর সমস্যা ধরা পড়ে। একারনে তিনি একপ্রকার প্যারালাইজড হয়ে যান। এখানে একসপ্তাহ থাকার পর চিকিৎসকরা জানান তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে হবে। অনেক টাকা দরকার। এত টাকা যোগাড় করা তার পক্ষে অত্যন্ত কঠিন ব্যাপার। ফলে তিনি হতাশ হয়ে পড়েছেন। এজন্য সমাজের সকলের কাছে তিনি তার চিকিৎসার জন্য সাহায্য প্রার্থনা করেছেন। একটু সাহায্যে তিনি সুস্থ হয়ে আবারো কাজে ফিরতে পারেন। তার সাহায্য পাঠাবার বিকাশ নম্বর-০১৯৯৬৮৬২৮৫৩ অথবা পিতা মৃত আতর আলী গ্রাম-বড়কুলি, পো:-কায়েমকোলা বাজার, ঝিকরগাছা যশোর।