যশোরের বেনাপোল সীমান্ত হতে ২০ টি স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি


যশোর অফিস: ১৬ ফেব্রুয়ারি ২০১৮ সকালে অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম এর নির্দেশনা মোতাবেক গোপন সংবাদের ভিত্তিতে ধান্যখোলা কোম্পানীর একটি টহল দল সুবেদার মোঃ শফিকুর রহমান এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে বাংলাদেশ হতে ভারতে পাচারের প্রাক্কালে মেইন পিলার ২৫ এর ৩ এস এর নিকট বাহাদুরপুর মাঠে (জিআর-৫৬৯৮৯৯ এমএস ৭৯ এ/১৬) অজ্ঞাত ব্যক্তিকে ধাওয়া করলে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় ২০ টি (০.৮৭৫ কেজি) স্বর্ণের বার ফেলে পালিয়ে যায়। যার আনুমানিক সিজার মূল্য ৩৩,৭৫,০০০/- (তেত্রিশ লক্ষ পঁচাত্তর হাজার) টাকা। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন