ঢাকা, বৃহস্পতিবার, ২৮শে সেপ্টেম্বর ২০২৩ ইং | ১৩ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

যশোরের মণিরামপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, আটক-৩

যশোর অফিস: যশোরের মণিরামপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের শাবলের (লোহার দন্ড) আঘাতে জগবন্ধু দাস (৫৬) নামের এক ব্যক্তি খুন হয়েছেন। বৃহস্পতিবার উপজেলার ঝাঁপা গ্রামের পাটুনি পাড়ায় এঘটনা ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত জগবন্ধু ওই এলাকার অন্ন চরণ দাসের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, নিহতের বড়ভাই শ্যামপদ দাস (৬০), তার স্ত্রী মায়া রানী (৫০) ও মেয়ে পার্বতী রানী (১৭)।নিহত জগবন্ধুর স্ত্রী জোসনা দাস বলেন,‘বাড়িতে একটি মন্দির তৈরির কাজ চলছিল। শ্যামপদ পথ না রেখেই মন্দির নির্মাণ করাচ্ছিল। সকালে আমার স্বামী কাজ করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে শ্যামপদ শাবল ও ইট দিয়ে তার মাথায় আঘাত করে। বাবাকে মারতে দেখে মেয়ে শম্পা এগিয়ে আসলে তাকে পেটায় শ্যামপদের স্ত্রী মায়া ও মেয়ে পার্বতী। স্বামী ও মেয়েকে বাঁচাতে আসলে আমাকেও পিটিয়ে আহত করে ওরা।’মণিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাজিব কুমার পাল বলেন,‘হাসপাতালে আনার আগেই জগবন্ধুর মৃত্যু হয়েছে।’ওই বিভাগের উপ-সহকারী মেডিকেল অফিসার ইফতেখার রসুল বলেন,‘ বেলা সোয়া নয়টার দিকে শ্যামপদ,তার স্ত্রী মায়া ও মেয়ে পাবর্তী জরুরি বিভাগে এসে ফ্লোরে পড়ে গড়াগড়ি করতে থাকে। তাদের ভর্তি করার পরপরই জগবন্ধুকে নিয়ে তার স্ত্রী জোসনা ও মেয়ে শম্পা হাসপাতালে আসেন।’এদিকে এঘটনায় একজন নিহতের খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ হাসপাতালে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ শ্যামপদকে আটক করে। পরে হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয় শ্যামপদর স্ত্রী মায়া ও মেয়ে পার্বতীকে।মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন,‘শ্যামপদকে আটক করা হয়েছে। তার স্ত্রী মায়া ও মেয়ে পার্বতী পুলিশ পাহারায় হাসপাতালের বেডে রয়েছে।’ তিনি বলেন,‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।’

You must be Logged in to post comment.

পঞ্চগড় জেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আনিছুর রহমান     |     আটোয়ারীতে ফুটবল একাডেমির যাত্রা শুরু     |     ঝিকরগাছায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস অনুষ্ঠিত     |     শতকরা মাত্র ৪৫ ভাগ মা ০ থেকে ৬ মাস বয়সী শিশুকে দুগ্ধ পান করান পঞ্চগড়ে বিশ্ব মাতৃদুগ্ধ দিবসের অবহিতকরণ কর্মশালা     |     মেহেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     মেহেরপুরে বিশ্ব পর্যটন দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     শিক্ষক নির্বাচিত হয়েছেন ডোমারের তিনটি বিদ্যালয়ের শিক্ষক।      |     মাদারীপুরে ইজিবাইক চোরচক্রের পাঁচ সদস্য গ্রেফতার     |     শৈলকুপায় হত্যাকান্ডকে পুঁজি করে বাড়ী-ঘর ভাংচুর ও লুটপাট     |     কোটচাঁদপুরে রেললাইন থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার     |