যশোরের রঘুনাথপুর সীমান্তে ২২০কেজি গাঁজা উদ্ধার


যশোর অফিস: যশোরের রঘুনাথপুর সীমান্তে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২২০ কেজি গাঁজা উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। শুক্রবার সকালে রঘুনাথপুর সীমান্তে মাঠের মধ্যে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় বস্তা ভর্তি এ গাঁজা উদ্ধার করা হয়। তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি সদস্যরা।
রঘুনাথপুর বিজিবি ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুন জানান, গোপন সূত্রে জানতে পারি ভারতের বনগাঁ সুটিয়া সীমান্ত হয়ে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে রঘুনাথপুর সীমান্তে মাঠ হয়ে যশোরের দিকে যাচ্ছে। এ ধরণের সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। অভিযানের সময় চোরাচালানীরা কয়েকটি গাঁজার বস্তা ফেলে পালিয়ে যায়। পরে বস্তা গুলো ক্যাম্পে নিয়ে তার মধ্য থেকে ২২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
৪৯’বিজিবি ব্যাটালিয়ন কমান্ডিং অফিসার লে. কর্ণেল আরিফুল হক পরিত্যক্ত অবস্থায় ২২০ কেজি গাঁজা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।