যশোরের শার্শায় ১টি বিদেশী পিস্তল ও ১রাউন্ড গুলি সহ আটক-১

যশোর অফিস: যশোরের শার্শায় একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড ম্যাগজিন সহ আরিকুল ইসলাম (২৬) নামে একজন কে আটক করেছে যশোর জেলা ডিবি পুলিশ। সে উপজেলার চটকাপোতা গ্রামের আঃ রাজ্জাকের পুত্র।
জেলা ডিবি পুলিশের উপ -পরিদর্শক (এস,আই) মুরাদ জানায়,তার নেতৃত্বে সংগীয় ফোর্স নিয়ে বুধবার ভোরে আরিকুলের বাড়ীতে অস্ত্র বেচাকেনা হচ্ছে সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও এক রাউন্ড ম্যাগজিন উদ্ধার করে। তিনি আরো জানান,তার নামে সন্ত্রাসী কর্মকান্ডসহ একাধিক মামলা রয়েছে। এব্যাপারে অস্ত্র আইনে থানায় মামলা হয়েছে।