যশোরে আগুন নেভাতে যেয়ে কৃষক দগ্ধ


যশোর অফিস: যশোরে গোয়াল ঘরের আগুন নেভাতে যেয়ে আলতাফ হোসেন (৪৫) নামে এক কৃষক দগ্ধ হয়েছেন। গুরুতর অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আলতাফ হোসেন বাঘারপাড়ার রায়পুর ইউনিয়নের খাজুরা গ্রামের মোজাহার বিশ্বাসের ছেলে।
দগ্ধের বাবা মোজাহার বিশ্বাস জানান, গতকাল দিনগত রাতে আলতাফ গোয়ালে মশার কয়েল জ্বালিয়েছিলেন। ভোররাতে সেই সেই কয়েল থেকে গোয়ালে আগুন ধরে যায়। আলতাফ টের পেয়ে গরু রক্ষার জন্যে আগুন নেভাতে যান। এ সময় আগুনে তার শরীর ঝলসে যায়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।