যশোরে ইয়াবাসহ এক মাদক বিক্রেতা গ্রেফতার


যশোর অফিস: খুলনা খানজাহান আলী শিরোমনি এপিবিএনে কর্মরত পুলিশে একটি টিম যশোর শহরের চাঁচড়া মেডিকেল কলেজের পশ্চিম পাশ থেকে ১৬৫ পিস ইয়াবাসহ আজাদ হোসেন শেখ নামে এক বহনকারীকে গ্রেফতার করেছে। সে সদর উপজেলার চাঁচড়া মধ্যপাড়া মৃত ফজল শেখের ছেলে এ সময় চাঁচড়া খামারপাড়া জামে মসজিদের পূর্ব পাশের মৃত ফজলু শেখ’র ছেলে ওয়াজেদ আলী পালিয়ে যায় বলে পুলিশের কাছে স্বীকার করেছে। এপিবিএন শিরোমনিতে কর্মরত এসআই মাহবুব আলম সিদ্দিকসহ একদল পুলিশ মঙ্গলবার বিকেল পৌনে ৫ টায় চাঁচড়া মেডিকেল কলেজের পশ্চিম পাশে চাঁচড়া খামারপাড়া জামে মসজিদের পূর্ব পাশ থেকে আজাদ হোসেন শেখকে গ্রেফতার করে। পরে তার দখল থেকে ১৬৫পিস ইয়াবা উদ্ধার করে। এ সময় আজাদ হোসেন শেখের জিজ্ঞাসাবাদের মুখে পুলিশ জানতে পারেন তার সহযোগী চাঁচড়া খামারপাড়া জামে মসজিদের পুর্ব পাশে মৃত ফজলু শেখের ছেলে ওয়াজেদ আলী পালিয়ে যায়। আজাদ হোসেন শেখকে কোতয়ালি মডেল থানায় সোপর্দ করে মাদক আইনে মামলা দায়ের করেন। বুধবার আজাদ হোসেন শেখকে আদালতে সোপর্দ করেছে মামলার তদন্তকারী কর্মকর্তা।