যশোরে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার


যশোর অফিস: যশোরের বাঘারপাড়ায় যশোরে বিনয় সরকার (৫৪) নামে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের দাবি, ছেলের পাওনা টাকা পরিশোধে ব্যর্থ হয়ে তিনি আত্মহত্যা করেছেন। তিনি উপজেলার দরাজহাট ইউনিয়নের সৈয়দ মাহমুদপুর গ্রামের মৃত সন্তোস কুমারের ছেলে। ভাগ্নে পলাশ জানিয়েছেন, বিনয় সরকারের ছেলে টুটুল সরকার গ্রামের বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা ধার নিয়েছেন। সম্প্রতি একই গ্রামের কামরুল ইসলামের কাছ থেকে চার লাখ টাকা ধার নেয় টুটুল। সময় মত টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে বিভিন্ন ভাবে টাকার জন্যে চাপ দিয়ে আসছিলো কামরুল ইসলাম। ১২ মার্চ সকালে কামরুল ইসলাম টুটুলের বাড়িতে এসে তার পাওনা টাকার জন্যে চাপ দেয় । এ সময় টুটুল টাকা দিকে ব্যর্থ হলে কামরুল ইসলাম দাবি করেন, টুটুলের স্ত্রী ছন্দা সরকার ইসলাম ধর্ম গ্রহণ করেছেন এবং তাকে বিয়ে করবেন। পাওনা টাকা পরিশোধ করতে হবে না। বিনিময়ে টুটুলকে স্ত্রী ছন্দাকে তালাক দিতে হবে। এ সময় টুটুলের পরিবারের সাথে কামরুল ইসলামের ব্যাপক কথাকাটাকাটি হয়। ঘটনার পর স্থানীয় গ্রামবাসী টুটুরের পিতা বিনয় সরকারকে বিভিন্ন ভাবে অপমান করে আসছিলো। ১৩ মার্চ রাতে বিনয় সরকার অপমান সইতে না পেরে বাড়ির পাশের একটি আম গাছে গলায় ফাঁসদেয়। পরে পরিবারের লোকজন রাতে তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে জরুরি বিভাগের ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। মৃতের ভাগ্নে চঞ্চল জানিয়েছে, এ ঘটনায় কামরুল ইসলামের বিরুদ্ধে আত্মহত্যার প্রবণতা দেবার জন্যে মামলার প্রস্তুতি চলছে।