যশোরে কোতয়ালি মডেল থানা ও ডিবি পুলিশের হাতে ইয়াবা গাঁজাসহ গ্রেফতার-৫


যশোর অফিস: কোতয়ালি মডেল থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। এ সময় মাদক বহনের অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করেছে। এরা হচ্ছে,যশোর শহরের ঘোপ জেলরোড জুয়েলের বাড়ির ভাড়টিয়া মৃত নুর ইসলামের ছেলে মনিরুল ইসলাম ওরফে পাঁচু,সদর উপজেলার মুড়োলী প্রাইম পাম্পের পার্শ্বে গোলাম রহমানের ছেলে বিল্লাল হোসেন,সদর উপজেলার কুমারডাঙ্গা গ্রামের রেজউল গাজীর ছেলে সুমন,নান্নু মোল্যার ছেলে রিপন ও শহরের সিটি কলেজপাড়া সাব্বির হোসেনের বাড়ির ভাড়াটিয়া মৃত আব্দুল আজিজের ছেলে বকতিয়ার হোসেন ওরফে বাবু।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি টিম বুধবার সকালে সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের মজিদ দোকানের পাশ থেকে সুমন ও রিপনকে ৬০পিস ইয়াবা,কোতয়ালি মডেল থানা পুলিশ বুধবার রাত সাড়ে ৮ টায় শহরের মনিহার এলাকা থেকে বকতিয়ার হোসেন ওরফে বাবুকে ৬৫পিস ইয়াবা,জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ রাত সাড়ে ৮ টায় উপশহর বাবলাতলাস্থ মাইক্রোস্ট্যান্ডের অদূর থেকে মনিরুল ইসলাম ওরফে পাঁচুকে ৬০পিস ইয়াবা ও কোতয়ালি মডেল থানা পুলিশ বুধবার রাত ৮ টা ৪০ মিনিটে মনিহার এলাকার কনিকা হোটেলের সামনে থেকে বিল্লাল হোসেনকে ৫০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এব্যাপারে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।