যশোরে জাতির জনকের জন্ম দিন ও জাতীয় শিশূ দিবস উপলক্ষে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা

যশোর অফিস:জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্ম দিন ও জাতীয় শিশূ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার যশোরে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়। জেলা শিশু একাডেমি আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় শহরের ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ১৮৭ জন শিশু অংশ গ্রহণ করে। বিজয়দের ১৭ মার্চ শহরের টাউন হল মাঠে আলোচনা অনুষ্ঠান শেষে পুরস্কৃত করা হবে।