যশোরে জয় বাংলা ফুটবল লীগে রেফারীকে মারপিটের দায়ে ৩ খেলোয়াড় নিষিদ্ধ

যশোর প্রতিনিধি:যশোর পুলিশ লাইন মাঠে অনুষ্ঠিত ‘জয় বাংলা’ প্রথম বিভাগ ফুটবল লীগে শৃংখলা ভঙ্গ ও রেফারীকে মারার অপরাধে মুক্তিযোদ্ধা শেখ মঈন স্মৃতি সংসদ ও শেখ রাসেল ক্রীড়া চক্রের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। একইসাথে মুক্তিযোদ্ধা শেখ মঈন স্মৃতি সংসদের তিন খেলোয়াড়কে এক বছরের জন্য নিষিদ্ধ ও তিন খেলোয়াড়কে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আর টিমের প্রশিক্ষক আজিজুল ইসলাম শুকুরকে সর্তক করে দেয়া হয়েছে। শৃংখলা ভঙ্গের অপরাধে শেখ রাসেল ক্রীড়াচক্রকে তাদের মোট পয়েন্ট থেকে এক পয়েন্ট কেটে ডিএএফের কাছে রাখা হয়েছে। এ পয়েন্ট কোন টিমকে দেয়া হবে না বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি রেষ্টুরেন্টে লীগ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে জেলা ফুটবল ফেডারেশনের (ডিএএফ) সভাপতি আসাদুজ্জামান মিঠু এসব কথা জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ডিএএফের সহ-সভাপতি আজিজুল ইসলাম শুকুর, শামসুল বারী শিমুল, যুগ্ম-সম্পাদক নুরুল আরেফিন, নির্বাহী সদস্য রওশন আরা রাসু, আব্দুর রশিদ, মঈন স্মৃতি সংসদের ম্যানেজার সিরাজুল ইসলাম মনি প্রমুখ।সংবাদ সম্মেলনে আসাদুজ্জামান মিঠু বলেন, মুক্তিযোদ্ধা শেখ মঈনের রানা, আজিজুর ও আনোয়ারকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। লিটন, পলাশ ও ইনলিবুকে পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া সাবেক ফুটবল খেলোয়াড় কামালকে মাঠ থেকে অবঞ্ছিত ঘোষণা করা হয়েছে। খেলোয়াড় কল্যাণ সমিতির বিরুদ্ধে বাফুফেতে অভিযোগ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তিনি আরো জানান, ছোট-খাটো কিছু ঘটনাকে বাদ দিয়ে খেলা মোটামোটি ভালভাবেই সম্পন্ন হয়েছে। আগামীতে মাঠে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে খেলা শেষ করতে ডিএএফ কঠোর সিদ্ধান্ত নেবে।উল্লেখ্য, বৃহস্পতিবার জয় বাংলা প্রথম বিভাগ ফুটবল লীগের খেলায় একটি সিদ্ধান্তকে কেন্দ্র করে মুক্তিযোদ্ধা শেখ মঈন স্মৃতি সংসদের ৩ খেলোয়াড় রেফারিকে মারপিট করে। এ কারণে তাদেরকে সাসপেন্ড ও আরো ৩জনকে জরিমানা করা হয়েছে।