যশোরে দুই সাতক্ষীরা ঘোষ ডেইরীকে জরিমানা


যশোর অফিস: ভ্রাম্যমাণ আদালত যশোরে দুটি মিষ্টির দোকানে ২২ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা সোমবার দুপুরে উপশহরের ডি ব্লকের সাতক্ষীরা ঘোষ ডেইরী ও শহরের কারবালা এলাকায় অপর সাতক্ষীরা ঘোষ ডেইরী নামে দোকান দুটিতে অভিযান চালিয়ে এই জরিমানা করেন।ভ্রাম্যমাণ আদালতের পেশকার জালাল উদ্দিন জানান, অভিযানকালে দেখা যায়, উপশহরের সাতক্ষীরা ঘোষ ডেইরীতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ। এ অপরাধে নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম আবু নওশাদ প্রতিষ্ঠানটির মালিক উত্তম ঘোষকে ২০০৯ সালের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন।এদিকে, ভ্রাম্যমাণ আদালত শহরের কারবালায় অপর সাতক্ষীরা ঘোষ ডেইরীতে অভিযানকালে সেখানেও একই চিত্র দেখতে পান। নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রীতম সাহা এ প্রতিষ্ঠানটির মালিক বাসুদেব ঘোষকে একই আইনের একই ধারায় সাত হাজার টাকা জরিমানা করে তা আদায় করেন। অভিযানকালে পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।