ঢাকা, বুধবার, ১৭ই এপ্রিল ২০২৪ ইং | ৪ঠা বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে দু‘হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ

যশোর অফিস: যশোরে দুই হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে শহরের চাঁচড়া চেকপোষ্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ব্রজ পাটুলি গ্রামের আনছার গাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন ও একই উপজেলার সোনাটিকারী গ্রামের জহুরুল ইসলাম গাজীর স্ত্রী রাজিয়া খাতুন। ঘটনার সময় রাজিয়া খাতিুনের স্বামী জহুরুল ইসলাম গাজী পালিয়ে গেছে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া ফাঁড়ির এএসআই রাসেল মাহমুদ জানতে পারেন স্যালো মেশিনের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে ইয়াবা পাচার করা হচ্ছে। এখবর পেয়ে তিনি চাঁচড়া লোকাল বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করেন। এসময় জহুরুল ইসলাম গাজী পালিয়ে যায়। জাহাঙ্গীরের কাছে থেকে দুটি ছেড়া কাটা প্লাস্টিকের বস্তা মধ্যে থাকা স্যালো মেশিন জব্দ করা হয়। জাহাঙ্গীর স্যালোমেশিন নিজেদের বলে দাবি করে। তিনি স্যালো মেশিনের মধ্যে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বেচ্ছায় স্বীকার করেন। তিনি জানান, এই মাদক দ্রব্যর মালিক জহুরুল ও তার স্ত্রী রাজিয়া খাতুন। এ সংবাদ চাঁচড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও এসআই জামাল উদ্দিনকে বেতার মারফত জানানো হয়। পরে স্যালো মেশিনের মিস্ত্রি জামাল হোসেনকে ডেকে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। পরে চাঁচড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সাতক্ষীরার সোনাটিকারী গ্রামে অভিযান চালিয়ে রাজিয়া খাতুনকে গ্রেফতার করে। এ ব্যাপারে চাঁচড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল। তারা চট্টগ্রাম থেকে ইয়াবা এনে ব্যবসা করছিল। পুলিশ যশোর ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামিদের নামে থানায় মামলা হয়েছে। রোববার আসামিদের আদালতে পাঠানো হয়।

You must be Logged in to post comment.

আটোয়ারীতে এমপি রেজিয়া ইসলাম এঁর মতবিনিময় সভা     |     গাংনীতে মুকুল সেবা সংস্থার উদ্যোগে হতদরিদ্রদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত     |     উপজেলা নির্বাচনে মেহেরপুর সদরে ৫ জন ও মুজিবনগরে ৪ জন মনোনয়ন পত্র জমা দিলেন     |     গাংনীতে ‘আশ্রয়’ নামে বৃদ্ধ সেবা ও এতিম শিশু পুণর্বাসন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে ঈদের ছুটিতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩ \ শিশু সহ দুই জনের সলিল সমাধি     |     মাদারীপুরের রাজৈরে ৬ জুয়াড়িসহ গ্রেফতার-৮     |     গাংনীতে মাই টিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত     |     ঝিকরগাছায় বাঙালিয়ান বর্ষবরণ উৎসব উদযাপন     |     ঝিকরগাছায় প্রবাসী হাবিবের ব্যক্তিগত উদ্যোগে ঈদ বস্ত্র বিতরণ     |     ঝিকরগাছায় অসুস্থ রোগীদের সেবা দিতে হুইলচেয়ার দিলেন রিতি     |