যশোরে দু‘হাজার পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ

যশোর অফিস: যশোরে দুই হাজার পিচ ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে শহরের চাঁচড়া চেকপোষ্ট এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার ব্রজ পাটুলি গ্রামের আনছার গাজীর ছেলে জাহাঙ্গীর হোসেন ও একই উপজেলার সোনাটিকারী গ্রামের জহুরুল ইসলাম গাজীর স্ত্রী রাজিয়া খাতুন। ঘটনার সময় রাজিয়া খাতিুনের স্বামী জহুরুল ইসলাম গাজী পালিয়ে গেছে। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় একটি মামলা হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া ফাঁড়ির এএসআই রাসেল মাহমুদ জানতে পারেন স্যালো মেশিনের মধ্যে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে ইয়াবা পাচার করা হচ্ছে। এখবর পেয়ে তিনি চাঁচড়া লোকাল বাসস্ট্যান্ড থেকে জাহাঙ্গীর হোসেনকে আটক করেন। এসময় জহুরুল ইসলাম গাজী পালিয়ে যায়। জাহাঙ্গীরের কাছে থেকে দুটি ছেড়া কাটা প্লাস্টিকের বস্তা মধ্যে থাকা স্যালো মেশিন জব্দ করা হয়। জাহাঙ্গীর স্যালোমেশিন নিজেদের বলে দাবি করে। তিনি স্যালো মেশিনের মধ্যে মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট আছে বলে স্বেচ্ছায় স্বীকার করেন। তিনি জানান, এই মাদক দ্রব্যর মালিক জহুরুল ও তার স্ত্রী রাজিয়া খাতুন। এ সংবাদ চাঁচড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও এসআই জামাল উদ্দিনকে বেতার মারফত জানানো হয়। পরে স্যালো মেশিনের মিস্ত্রি জামাল হোসেনকে ডেকে বিশেষ ব্যবস্থায় লুকিয়ে রাখা ইয়াবা উদ্ধার করা হয়। পরে চাঁচড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও এসআই জামাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ সাতক্ষীরার সোনাটিকারী গ্রামে অভিযান চালিয়ে রাজিয়া খাতুনকে গ্রেফতার করে। এ ব্যাপারে চাঁচড়া ফাঁড়ির অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম জানান, আসামিরা দীর্ঘদিন ধরে মাদক দ্রব্যের ব্যবসা করে আসছিল। তারা চট্টগ্রাম থেকে ইয়াবা এনে ব্যবসা করছিল। পুলিশ যশোর ও সাতক্ষীরায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় আসামিদের নামে থানায় মামলা হয়েছে। রোববার আসামিদের আদালতে পাঠানো হয়।