ঢাকা, মঙ্গলবার, ৩রা অক্টোবর ২০২৩ ইং | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ

যশোরে প্রকাশ্যে আরবপুর থেকে ইউনিয়ন পরিষদের সচিব অপহরণের ৬ ঘন্টার মধ্যে উদ্ধার গ্রেফতার-১

যশোর অফিস: প্রকাশ্যে শহরের আরবপুর মোড় থেকে মিনারুল ইসলাম (২৬) নামে এক ইউনিয়ন পরিষদের সচিবকে অপহরনের পর চিহ্নিত সন্ত্রাসীরা মুক্তিপন দাবি করেছে। পুলিশ অপহরনকারীদের দখল হতে অপহৃত সচিবকে উদ্ধার অপহরনকারী দলের সক্রিয় সদস্য মোমিনুর রহমান নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে। সে যশোর সদর উপজেলার ভাগলপুর গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
যশোরের মনিরামপুর উপজেলার চালুয়াহাটি গ্রামের মৃত জাহাবক্স মোড়লের ছেলে অপহৃত মিনারুলের পিতা আব্দুল হামিদ এ ঘটনায় ৩ অপহরণকারীর নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ২জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে। মামলা আসামীরা হচ্ছে, মোমিনুর রহমান ছাড়াও যশোর শহরের পুরাতন কসবা কাজী পাড়া মসজিদের পার্শ্বে শাহাবুদ্দিনের ছেলে শরীফুল ইসলাম,কাজীপাড়ার জহিরুল ইসলামের ছেলে রায়হানুল ইসলাম উপলসহ অজ্ঞাতনামা ২জন।
আব্দুল হামিদ তার দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছেলে মিনারুল ইসলাম যশোরের কেশবপুর উপজেলার ১১নং হাসানপুর ইউনিয়ন পরিষদের সচিব পদে চাকুরী করে। গত ২৪ ফেব্রুয়ারী শনিবার সে যশোর ক্যান্টনমেন্ট কলেজে এমবিএ মাষ্টার্স পরীক্ষা দিতে আসে। পরীক্ষা শেষে বাড়ি ফেরার উদ্দেশ্যে বিকেল সাড়ে ৫ টায় আরবপুর মোড়ে পৌছালে উল্লেখিত আসামীরা মিনারুল ইসলামকে অর্ততিকভাবে মারপিট করে অপহরণ পূর্বক অজ্ঞাতস্থানে নিয়ে যায়। পরে মিনারুলের মোবাইল দিয়ে তার পিতার মোবাইলে ফোন করে মুক্তিপণ ২০ হাজার টাকা দাবি করে। বিষয়টি বড় ছেলে রবিউল ইসলামকে জানালে তারা বিকাশে টাকা দিতে রাজী হয়। অপহরণকারীরা মিনারুল ইসলামকে যশোর শহরের ঘোপ জেলরোডস্থ ডিআইজি রোডের রিপন মন্ডলের বাড়ির গলির মুখে নিয়ে যায় ও অজ্ঞাতনামা দু’জন বড় ভাই ও পিতাকে বলে ৫লাখ টাকা না দিলে বাওড়ে খুন লাশ ফেলে রাখা হবে বলে জানায়। রবিউল ইসলাম ও আব্দুল হামিদ অপহরনকারীদের কথা মতো রাত সাড়ে ১১ টায় পৌছালে হঠাৎ কোতয়ালি মডেল থানার এসআই তারেক মোহাম্মদ নাহিয়ানসহ একদল পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মোমিনুর রহমানকে গ্রেফতার করে ও মিনারুল ইসলামকে উদ্ধার করে। মামলার তদন্তকারী কর্মকর্তা উদ্ধার হওয়া মিনারুল ইসলামকে আদালতে হাজির করলে বিজ্ঞ বিচারকের সামনে সে ১৬৪ ধারায় জবান বন্দি প্রদান করে।

You must be Logged in to post comment.

ভ‚ঞাপুরে প্রতিশ্রæতি দেওয়ার একদিনপর মসজিদের রাস্তা মেরামত করল উপজেলা চেয়ারম্যান     |     আটোয়ারীতে ‘ সয়ন ’ হত্যার প্রতিবাদে গ্রেফতার সহ ফাঁসির দাবীতে বিক্ষোভ সমাবেশ     |     টাঙ্গাইলে চার মাদকসেবীর কারাদন্ড     |     ঠাকুরগাঁওয়ে মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ      |     মেহেরপুরে বিশ্ব বসতি দিবস’২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত     |     পঞ্চগড়ে ধর্মীয় অনুভুতিতে আঘাত, শিক্ষিকাকে অবরুদ্ধ প্রশাসনের হস্তক্ষেপে উদ্ধার     |     ঝিনাইদহে বিপুল পরিমান মাদকসহ ২ মাদক ব্যবসায়ী আটক, মাইক্রোবাস জব্দ     |     আটোয়ারীতে এক বীরমুক্তিযোদ্ধার সংবাদ সম্মেলন     |     কমিটি করতে গিয়ে হামলার শিকার রেলমন্ত্রীর ছেলে     |     ফুলবাড়ীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের  নতুন ভবন উদ্বোধন।     |