যশোরে প্রকাশ্যে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে মামলা গ্রেফতার-৩


যশোর অফিস: এসএসসি পরীক্ষা দিয়ে বাড়ির ফেরার সময় প্রকাশ্যে কিশোরী আমেনা আক্তার (১৪ ) কে অপহরণের পর জনগন দুই সহোদরসহ তিনজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীরা হচ্ছে,সদর উপজেলার মুড়লী মোড় আলমগীর চেয়ারম্যানের বাড়ির পাশের মৃত বাবুর ছেলে দুঃখ,শহর আলীর ছেলে সজীব,বকচর করিম পাম্পের পিছনে নুর ইসলামের বাড়ির ভাড়াটিয়া আব্দুল কাদেরের ছেলে নাজমুল। এ সময় অজ্ঞাতনামা ২/৩জন পালিয়ে যায়।
শহরের বকচর এলাকার মীর ওমর ফারুকের স্ত্রী আফরোজা বেগম বাদি হয়ে দায়েরকৃত এজাহারে বলেছেন, তার মেয়ে আমেনা আক্তার চলতি বছরে এসএসসি পরীক্ষা দিয়ে গত ২৪ ফেব্রুয়ারী শনিবার দুপুর সোয়া ১ টায় শহরের আব্দুস সামাদ একাডেমীর সামনে মায়ের জন্য অপেক্ষা করা কালে হঠাৎ উল্লেখিত আসামীরা পূর্ব পরিকল্পিতভাবে নাম্বার বিহীন সাদা রংয়ের মাইক্রোবাস যোগে পরীক্ষার্থীকে অপহরণ করে। এসময় পথচারী কয়েকজন উক্ত মাইক্রোবাসের পিছু নিয়ে শহরের গরীবশাহ বকুল তলা এলাকা থেকে আমেনা আক্তারকে উদ্ধার ও উক্ত তিন অপহরণকারীকে গ্রেফতার করে। এসময় অজ্ঞাতনামা অপহরণকারীরা দ্রুত সটকে পড়ে।