যশোরে বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় কাউন্সিল সম্পন্ন # সভাপতি রণজিৎ, সম্পাদক সাত্তার

যশোর প্রতিনিধি:বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির কাউন্সিলের শেষ দিনে রণজিৎ চট্টোপাধ্যায়কে সভাপতি ও অধ্যাপক আবদুস সাত্তারকে সাধারণ সম্পাদক করে ১৫ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার যশোরের পৌর কমিউনিটি সেন্টারে কাউন্সিলরদের সর্বসম্মত সিদ্ধান্তে নতুন এ কমিটি গঠন করা হয়।নতুন কমিটির সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যক্ষ আফসার আলী ও অ্যাডভোকেট তুষার কান্তি রায়, সহ-সাধারণ সম্পাদক নিমাই মন্ডল, সাংগঠনিক সম্পাদক তসলিম-উর-রহমান, প্রচার ও দপ্তর সম্পাদক নজরুল ইসলাম ও অর্থ সম্পাদক আব্দুল কাদের শেখ, কমিটির কার্যনির্বাহী সদস্য আজিজুর রহমান, মোশাররফ হোসেন নান্নু, মতিলাল বণিক, অরুণ দাস, উপাধ্যক্ষ হারুণ-অর-রশিদ, অ্যাডভোকেট ডাকুয়া মুনসুর ও ডা. সমরেশ রায়।এরআগে বৃহস্পতিবার বাংলাদেশ কৃষক ক্ষেতমজুর সমিতি কেন্দ্রীয় কমিটির কাউন্সিলের উদ্বোধনী পর্বের সমাবেশ যশোরের ঐতিহাসিক টাউন হল ময়দানে অনুষ্ঠিত হয়। আর দুই দিনব্যাপী কাউন্সিলের শেষ দিনে শুক্রবার নতুন কমিটি গঠন করা হয়।