যশোরে ভাই কর্তৃক এক ভাবিসহ আপন তিন ভাই এর বিরুদ্ধে ছিনতাই মামলা


যশোর অফিস: পৈত্রিক জমি লিখে দেওয়া নিয়ে শত্রুতার এক পর্যায় আপন ভাই কর্তৃক এক ভাইয়ের মিনি ট্রাকের মধ্যে থাকা ভাড়াখাটা নগদ ১৫ হাজার টাকা ও ট্রাক জোর পূর্বক নিয়ে যাওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামীরা করা হয়েছে তিন ভাই ও এক ভাইয়ের স্ত্রীসহ অজ্ঞাতনামা ৩/৪জনকে। এরা হচ্ছে, ওই গ্রামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে আনোয়ার হোসেন খান,আনিচুর রহমান,আবুল হোসেন ও আনিচুর রহমানের স্ত্রী রুমা খাতুনসহ অজ্ঞাতনামা ৩/৪জন। ঘটনাটি যশোর সদর উপজেলার বসুন্দিয়া সদুল্যাপুর গ্রামের।
বসুন্দিয়া সদুল্যাপুর গামের মৃত আব্দুল আজিজ খানের ছেলে আমিনুল ইসলাম কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, তিনি পৈত্রিক ৯ শতক জমি ভাগ পেলেও ১শতক জমি ভোগদখল করে আসছে। ভাই আনোয়ার হোসেন খান আমিনুল ইসলামকে ১শতক জমি লিখে দিতে বলে। জমি লিখে না দিলে তাকে হুমকী ও ধামকী দেয়। গত মঙ্গলবার বেলা ২ টায় তার মিটি ট্রাক যার নং (ঢাকা মেট্টো ন-১৮-৮৯৫৩) চালক জাহাঙ্গীর হোসেন ধোয়া মুছে আমিনুল ইসলামের বাড়ির সামনে রেখে চলে যায়। ওই দিন রাত সাড়ে ১১ টায় জাহাঙ্গীর হোসেন ট্রাকের কাছে আসলে উক্ত আসামীরা জাহাঙ্গীরের কাছ থেকে চাবি ও কাগপত্র কেড়ে নিয়ে গাড়ীর মধ্যে থাকা নগদ ১৫ হাজার টাকা নিয়ে জোর পূর্বক গাড়ী নিয়ে চলে যায়। বর্তমানে উক্ত মিনি ট্রাক আবুল হোসেনের বাড়িতে রয়েছে বলে তিনি এজাহারে উল্লেখ করেছেন।