ঢাকা, শুক্রবার, ১৯শে এপ্রিল ২০২৪ ইং | ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

যশোর অফিস: যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের সদস্যরা শ্রাবনী রানী (২৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলার আসামীরা হচ্ছে,যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের অলোক মজুমদারের ছেলে জামাতা,পার্থ মজুমদার,মৃত ননী গোপালের ছেলে জামাতার পিতা অলোক,অলোক মজুমদারের স্ত্রী জামাতার মাতা প্রীতি রানী বসু,জামাতার বোন অনু মজুমদার। সদর উপজেলার গাইদগাছী গ্রামের মৃত পঞ্চানন দাসের ছেলে রতন মজুমদার দাস কর্ম শুক্রবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে শ্রাবনী রানীর সাথে পার্থ মজুমদারের গত বছরের ২৭ জুলাই বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে জামাতা পার্থ মজুমদার রাতে মদ পান করে বাড়িতে এসে যৌতুক ৫ লাখ টাকা দাবি করে। পার্থ মজুমদারের সাথেও তার মা বাবা ও ভাই শ্রাবনী রানীর কাছে যৌতুক বাবদ উক্ত টাকা বাবার বাড়ি হতে এনে দিতে বলে। টাকার জন্য নির্যাতনের মুখে বাড়ি হতে বের করে দেয়। মেয়ের সুখের কথা ভেবে জামাতা ও জামাতার পিতাকে ডেকে ২লাখ প্রদান করে। টাকা নিয়ে জামাতা স্ত্রী শ্রাবনী রানীকে সাথে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর পুনরায় বাকী ৩লাখ টাকার জন্য গত ৯ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টায় নির্যাতনের এক পর্যায় বাড়ি হতে বের করে দেয়।

You must be Logged in to post comment.

বিরলে এক হোটেল ব্যবসায়ীর গোলায় ফাঁস দিয়ে আত্মহত্যা।     |     ঝিকরগাছায় এসএসসি-৯৩ ব্যাচের বন্ধু আড্ডা ও মিলন মেলা অনুষ্ঠিত     |     গাংনীতে পুলিশের মাদক বিরোধী আভযানে ফেনসিডিল ও গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক     |     প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী দায়সারা আয়োজনে খামারিদের দুর্ভোগ ৭ ঘন্টায় পশুর খাবার দেয়া হয়েছে মাত্র এক আটি ঘাস ও ১ কেজি ভূসি প্রদর্শনী শেষে আগে ৮০০ থেকে ১ হাজার টাকা দেয়া হলেও এবার দেয়া হয়েছে মাত্র ১৫০ থেকে ৩৫০ টাকা।     |     বিরল উপজেলা সিএসও এর দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত     |     বিরলে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠিত     |     টাঙ্গাইলে সেরা ওসি নির্বাচিত হলেন আহসান উল্লাহ্, পেলেন শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কার      |     বিএনপি নেতা সোহেলের নিঃশর্ত মুক্তি দাবিতে রংপুরে  মানববন্ধন ও সমাবেশ      |     বীরগঞ্জে ইউএনওকে বয়কট করলেন ইউপি চেয়ারম্যানরা     |     আটোয়ারীতে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত     |