যশোরে যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন


যশোর অফিস: যৌতুকের দাবিতে স্বামী ও তার পরিবারের সদস্যরা শ্রাবনী রানী (২৮) নামে এক গৃহবধূকে নির্যাতনের অভিযোগে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলার আসামীরা হচ্ছে,যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোডের অলোক মজুমদারের ছেলে জামাতা,পার্থ মজুমদার,মৃত ননী গোপালের ছেলে জামাতার পিতা অলোক,অলোক মজুমদারের স্ত্রী জামাতার মাতা প্রীতি রানী বসু,জামাতার বোন অনু মজুমদার। সদর উপজেলার গাইদগাছী গ্রামের মৃত পঞ্চানন দাসের ছেলে রতন মজুমদার দাস কর্ম শুক্রবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার মেয়ে শ্রাবনী রানীর সাথে পার্থ মজুমদারের গত বছরের ২৭ জুলাই বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর থেকে জামাতা পার্থ মজুমদার রাতে মদ পান করে বাড়িতে এসে যৌতুক ৫ লাখ টাকা দাবি করে। পার্থ মজুমদারের সাথেও তার মা বাবা ও ভাই শ্রাবনী রানীর কাছে যৌতুক বাবদ উক্ত টাকা বাবার বাড়ি হতে এনে দিতে বলে। টাকার জন্য নির্যাতনের মুখে বাড়ি হতে বের করে দেয়। মেয়ের সুখের কথা ভেবে জামাতা ও জামাতার পিতাকে ডেকে ২লাখ প্রদান করে। টাকা নিয়ে জামাতা স্ত্রী শ্রাবনী রানীকে সাথে করে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পর পুনরায় বাকী ৩লাখ টাকার জন্য গত ৯ ফেব্রুয়ারী দুপুর সাড়ে ১২ টায় নির্যাতনের এক পর্যায় বাড়ি হতে বের করে দেয়।