যশোরে স্বর্ন, ফেনসিডিল ও অস্ত্র সহ আটক ২

যশোর অফিস : যশোরের বেনাপোল ও শার্শা সীমান্তে অভিযান চালিয়ে প্রশাসনের সদস্যরা ২০টি স্বর্নের বার,১৫শ বোতল ফেনসিডিল,একটি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার করেছে। এসময় দুই জনকে আটক করা হয়।
যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক জানান, বুধবার সকালে ভারতে পাচারকালে বেনাপোলের সাদীপুর সীমান্ত থেকে(২কেজি) ওজনের ২০টি সোনার বার জব্দ করেছে বিজিবি। এসময় কোন পাচারকারীু আটক হয়নি। আটককৃত স্বর্নের মূল্য ৭৭লাখ ১৬হাজার টাকা। অপরদিকে দৌলতপুর ও ঘিবা সীমান্ত থেকে ১৫শ বোতল ফেনসিডিলসহ সিরাজুল ইসলাম নামে এক মাদক ব্যাবসায়িকে আটক করে বিজিবি। সে রঘুনাথপুর গ্রামের হযরত আলীর ছেলে।
একই দিনে যশোর ডিবি পুলিশের একটি টিম শার্শা চটকাপোতা গ্রাম থেকে আরিকুল ইসলাম নামে এক যুবককে একটি পিস্তল ও ম্যাগাজিনসহ আটক করে। আটক আরিকুল শাশা উপজেলা ছাত্রলীগের নেতা বলে জানায় স্থানীয়রা। তাকে ষড়যন্ত্র মূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি পরিবারের সদস্যদের।