যশোরে ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ২ টি হাতবোমা ও ৩ টি রামদাসহ ১ জন আটক


যশোর অফিস: ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক, পিবিজিএম এর নির্দেশনা মোতাবেক গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৬ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ আনুমানিক রাত পৌনে ১২ টায় অত্র ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল কোম্পানী সদরের হাবিলদার শ্রী বিশ্বনাথ গোশ্বামী এর নেতৃত্বে টহল দল কর্তৃক বেনাপোল বোয়ালিয়া বাজার জনৈক আজিজুল বিশ্বাস এর পরিত্যক্ত বাড়িতে চলমান ৬-৭ জনের একটি অবৈধ সমাবেশে অভিযান পরিচালনা করা হয়। টহল দলের উপস্থিতি টের পেয়ে সমাবেশে অংশগ্রহণকারী দুর্বৃত্তরা দৌড়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে মোঃ জসিম উদ্দিন (৩৫), পিতা-মৃত ইনসার আলী, গ্রাম-বোয়ালিয়া কোনাপাড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোরকে আটক করা হয়। ঘটনাস্থল হতে ২ টি হাতবোমা এবং ৩ টি রামদা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত হাতবম্ব ও রামদাসহ আসামীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।