যশোর কোতয়ালি মডেল থানা পুলিশের হাতে ইয়াবা ও গাঁজাসহ গ্রেফতার-৩


যশোর অফিস: কোতয়ালি মডেল থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজা উদ্ধার করেছে। এসময় তিন মাদক বিক্রেতাকে গ্রেফতার দেখিয়েছে। এরা হচ্ছে, শহরের বেজপাড়া তালতলার মৃত জামাল বিশ্বাসের ছেলে সুমন বিশ্বাস ওরফে ভূষি সুমন,শহরের খালদার রোড নিকারিপাড়া লিলির বাড়ির ভাড়াটিয়া আবুল কাশেমের ছেলে মাসুদ রানা ও বকচর নয়ন চৌধুরী মিলের পিছনে বর্তমানে নাজির শংকরপুর সাদেক দারোগার মোড়ের তোতা মল্লিকের ছেলে নান্নু মোল্যা।
কোতয়ালি মডেল থানা পুলিশ শুক্রবার দুপুরে শহরের বেজপাড়া সাদেক দারোগার মোড় এলাকা থেকে নান্নু মোল্যাকে ৬০ গ্রাম গাঁজা,থানার অপর একটি টিম সন্ধ্যারাতে তালতলা কবরস্থানের মেইন গেটের সামনে থেকে সুমন বিশ্বাসকে ২৫পিস ইয়াবা ও শহরের আরএনরোড গ্রামীন ফোন সেন্টারের সামনে থেকে মাসুদ রানাকে ২৫ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে। এ ব্যাপারে মাদক আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।